Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tamannah: রিলিজ করেছে তামান্নার বোল্ড আইটেম সং ‘আজ কি রাত‘, টেক্কা দিচ্ছে নোরার ‘কামারিয়া‘ কে

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'স্ত্রী' সিনেমার সাফল্যের পর এবার 'স্ত্রী ২' নিয়ে হাজির হচ্ছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। অমিত পরিচালিত এই ভৌতিক কমেডি চলচ্চিত্রটিতে তামান্না ভাটিয়া নতুন অভিনেত্রী হিসেবে যোগদান…

Avatar

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’ সিনেমার সাফল্যের পর এবার ‘স্ত্রী ২’ নিয়ে হাজির হচ্ছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। অমিত পরিচালিত এই ভৌতিক কমেডি চলচ্চিত্রটিতে তামান্না ভাটিয়া নতুন অভিনেত্রী হিসেবে যোগদান করেছেন। আসলে গত ২৪ জুলাই রিলিজ করেছে এই সিনেমার নতুন আইটেম সং। এতে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। এই ‘আজ কি রাত‘ আইটেম গানটি রিলিজের পর থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। দর্শকরা তামান্নার উপস্থিতি এবং তার বোল্ড নাচের স্টেপের প্রশংসা করেছেন। তারা মনে করেছেন যে তিনি গানটিতে আগুন লাগিয়ে দিয়েছেন। অন্যদিকে, অনেকেই আবার ‘স্ত্রী’-র ‘কামারিয়া’ গানের সাথে তুলনা করেছেন এবং মনে করেছেন ‘আজ কি রাত’ গানটি তার চেয়ে অনেক কম।

তামান্না বনাম নোরার আইটেম গান

আপনাদের জানিয়ে রাখি যে ২০১৮ সালের ‘স্ত্রী‘ সিনেমাতেও একটি আইটেম গান ছিল যার নাম ‘কামারিয়া‘। এতে উদ্দাম কায়দায় নাচ করে সকলের নজরে এসেছিলেন নোরা ফাতেহী। এই নিয়ে রীতিমত কমেন্ট ভরে গিয়েছে তামান্নার ইনস্টাগ্রাম পোস্টে। আসলে তামান্না এবং ম্যাডক ফিল্মস একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে নতুন আইটেম গানটি শেয়ার করেছেন। অনেকেই এই পোস্ট দেখে তামান্নার প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মন্তব্য করে জানিয়েছেন যে নোরার কামারিয়া গানটি তাদের বেশি পছন্দ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তামান্নার আইটেম গানে দর্শকদের প্রতিক্রিয়া

একজন ব্যবহারকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘স্ত্রী এর কামারিয়া এর থেকে অনেক ভালো।‘ আবার কেউ বলেছেন, ‘সাবসে বেকার গানা।‘ আবার একজন নতুন গানের কোরিওগ্রাফি নিয়ে মন্তব্য করে বলেছেন, ‘কোরিওগ্রাফি ইস ব্যাড টু ওরস।‘ এককথায় বলতে গেলে এই ‘আজ কি রাত’ গানটি রিলিজ করার পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। আপনি কি দেখেছেন এই ভিডিওটি? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে দেখে নিন তামান্না ভাটিয়ার নতুন আইটেম গানটি।

 

View this post on Instagram

 

A post shared by Maddock Films (@maddockfilms)

About Author