Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tammana Bhatia: সিংহাসনে বসে রাজকীয় ফটোশুট তামান্না ভাটিয়ার, ফ্যানরা বললেন ‘খুবসুরুতি কি দুসরা নাম’

তামান্না ভাটিয়া, একজন জনপ্রিয় অভিনেত্রী যিনি তামিল, তেলুগু এবং হিন্দি চলচ্চিত্র শিল্পে তার অসামান্য অভিনয় এবং সৌন্দর্যের জন্য পরিচিত। তিনি তার প্রজন্মের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। ১৯৮৬…

Avatar

তামান্না ভাটিয়া, একজন জনপ্রিয় অভিনেত্রী যিনি তামিল, তেলুগু এবং হিন্দি চলচ্চিত্র শিল্পে তার অসামান্য অভিনয় এবং সৌন্দর্যের জন্য পরিচিত। তিনি তার প্রজন্মের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। ১৯৮৬ সালে মুম্বাইতে জন্মগ্রহণকারী তামান্না, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। মাত্র ১০ বছর বয়সে, তিনি একটি টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি মডেলিংয়ে আগ্রহী হন এবং কিশোরী বয়সে বিভিন্ন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।

তামান্না ভাটিয়ার জনপ্রিয়তা

২০০৫ সালে, তামান্না তেলুগু চলচ্চিত্র “চাদ্রমুখী” দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন। এই চলচ্চিত্রটিতে তার অভিনয় তাকে দ্রুত খ্যাতি এনে দেয় এবং তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে একজন উদীয়মান তারকা হিসেবে পরিচিতি লাভ করেন। তামান্না অভিনীত বেশ কিছু সফল তামিল চলচ্চিত্রের মধ্যে রয়েছে “বীরানাম”, “কল্যাণম”, “আড়ম্বাল”, “বীরা”, “রাজা রানি”, “বাড়িলা”, “কাট্টুমুথু”, “ডিশ্যুম”, “স্কাইল্যান্ডার” ইত্যাদি। এরপর ২০০৯ সালে, তামান্না হিন্দি চলচ্চিত্র “কিডন্যাপ” দিয়ে বলিউডে অভিষেক করেন। এরপর তিনি “বীর”, “ডেব”, “বাহুবলী: দ্য বিগিনিং”, “বাহুবলী ২: দ্য কনক্লুশন”, “লুভ স্টোরি” ইত্যাদি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি এখন সকলের মনে জায়গা করে নিয়েছেন। সিনেমা ছাড়াও সোশাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন এই অভিনেত্রী। সে মাঝে মাঝেই ফটোশুটের ছবি বা রিল পোস্ট করেন, যা ব্যাপক জনপ্রিয় হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তামান্না ভাটিয়ার ভাইরাল পোস্ট

সম্প্রতি তামান্নার ফটোশুটের বেশ কিছু ছবি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। ভাইরাল ওই ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেছে এই অভিনেত্রী রাজরানীর মত সিংহাসনে বসে আছেন। তাঁর পরনে ওয়ানপিস ডিজাইনার পোশাক। ডিপনেক পোশাকে তাঁর কার্ভি ফিগারের সৌন্দর্য দেখে মোহিত হয়ে যাবেন আপনি। এই পোস্ট ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হচ্ছে। সকলেই তামান্নার সৌন্দর্য্যের প্রশংসা করে বলেছেন, ‘খুবসুরুতি কি দুসরা নাম তামান্না‘। আবার কেউ বলেছেন, ‘মাই ফেভারিট‘। আপনিও এই ভাইরাল পোস্ট দেখতে চাইলে এখানেই দেখে নিন।

About Author