Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরকীয়া জেনে ফেলায় বৌমার হাতে খুন শাশুড়ি

বৌমা পরকীয়া সম্পর্কে জড়িত এই কথা জেনে ফেলেছিলেন শাশুড়ি, তাই প্রাণ হারাতে হল শাশুড়িকে। শুধু শাশুড়িই পরিবারের আরও ২ জন সদস্যকে খুন করেছে বৌমা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। বরিশাল জেলার বানারী…

Avatar

বৌমা পরকীয়া সম্পর্কে জড়িত এই কথা জেনে ফেলেছিলেন শাশুড়ি, তাই প্রাণ হারাতে হল শাশুড়িকে। শুধু শাশুড়িই পরিবারের আরও ২ জন সদস্যকে খুন করেছে বৌমা।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। বরিশাল জেলার বানারী পাড়ার মিশরত জাহান মিশু নামের ওই গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাথে তার দুই সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়েছে। এই খুনে সহযোগী জাকির হোসেন ও জুয়েল হাওলাদার তাদের অপরাধ স্বীকার করেছে বলে জানা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পুলিশ সুত্রে জানা গেছে মহিলার স্বামী কুয়েতে থাকেন কাজের জন্যে। এই সুযোগে মহিলা জাকির হোসেনের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। এই ঘটনা তার শাশুড়ি জেনে যাওয়ায় তাকে শ্বাসরোধ করে খুন করেন বৌমা ও তার দুই সঙ্গী।

এই সঙ্গে বাকি দুই আত্মীয়কেও খুন করে তারা।পুলিশি তদন্ত চলাকালীন ওই গৃহবধূর বয়ানে অসংগতি থেকেই ধরা পড়ে যায় তারা।

About Author