শাড়ি পরে মায়ের নাচ হয়েছে ভাইরাল
ভাইরাল ভিডিওতে ওই মহিলাকে একটি হলুদ রঙের শাড়ি পরে নাচতে দেখা যায়। ভিকি কৌশলও তার এই নাচ দেখে অবশ্যই মুগ্ধ হবেন। তার দুই শিশুও তার সাথে নাচতে চাইছে কিন্তু তার নাচের স্টেপের সামনে সবাই ব্যর্থ। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করছেন মানুষ। ভক্তদের প্রশংসা থামছে না।ভাইরাল ভিডিওর সাথেই একগুচ্ছ কমেন্ট
ভাইরাল হওয়া এই ভিডিওতে মন্তব্য করা থেকে মানুষ নিজেকে আটকাতে পারছে না। এক ব্যবহারকারী লিখেছেন- শাড়িতে যেনো তিনি একেবারেই ভিকি কৌশল। আরেকজন লিখেছেন- ভিকিকে সরিয়ে এই মহিলাকে কাস্ট করুন। একজন লিখেছেন- আশ্চর্যজনক…এই মহিলা এই নাচের সঠিক কোডটি ক্র্যাক করেছেন। ১ মিলিয়নেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। প্রতিদিনই এই ভিডিওটির ভিউ বাড়ছে। সবাই প্রতিদিন এই নাচের প্রশংসা করছেন। ভিডিওটি এক্স প্লাটফর্মে একেবারে ভাইরাল হয়ে যাচ্ছে। আপনি যদি এখনো ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিন এক্ষুনি।#VickyKaushal who bro ? This was 🔥 pic.twitter.com/7muoTkBI72
— At Theatres (@AtTheatres) July 21, 2024