Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চতুর্থ আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস শুরু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ চতুর্থ আঞ্চলিক বিজ্ঞান এবং প্রযুক্তি কংগ্রেস শুরু হল পূর্ব বর্ধমান শহরের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের উদ্যোগে এবং বর্ধমান…

Avatar

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ চতুর্থ আঞ্চলিক বিজ্ঞান এবং প্রযুক্তি কংগ্রেস শুরু হল পূর্ব বর্ধমান শহরের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের উদ্যোগে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় এই কংগ্রেসের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদের মধ্যে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, আশীষ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা প্রমুখ।

এই বিজ্ঞান কংগ্রেসে দেশ ও রাজ্যের বহু বিজ্ঞানী ও গবেষক অংশ নিচ্ছেন। বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করে মন্ত্রী বলেন, ‘‌আশানুরূপ বিজ্ঞান চর্চা হচ্ছে না। এই বিষয়ে উদ্যোগ নিতে হবে। কারণ বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া মানুষের সভ্যতা অগ্রসর হতে পারত না। ভয় থেকেই জন্ম নেয় কুসংস্কার। বিজ্ঞান চেতনার অভাব একটি দেশের উন্নতির পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই প্রতিবন্ধকতাকে দূর করার লক্ষ্য নিয়েই বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের আয়োজন করা হয়েছে। আমরা বিজ্ঞানী ও গবেষকদের দিকে তাকিয়ে আছি। আপনাদের গবেষণালব্ধ জ্ঞান এই কংগ্রেসে পেশ করবেন। দিশা দেবেন আমাদের রাজ্যকে। আমি নিশ্চিত এখানে যে সব গবেষণাপত্র পাঠ করা হবে তা থেকে আমরা সমৃদ্ধ হব।’‌

তিনি আরও বলেন, ‘‌সারা রাজ্য জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। সেই কর্মযজ্ঞে আপনাদের অংশগ্রহণ ও পরামর্শ ছাড়া সম্পূর্ণ হতে পারে না। বিজ্ঞানের সঙ্গে রাষ্ট্রনীতির একটা সমন্বয় সুসম উন্নতির জন্য খুবই প্রয়োজন।

About Author