ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ঘর কে ক্লাশ নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এই খবর লেখা পর্যন্ত ভিডিওটি ৯ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে এবং ৪৭০০ জন লাইক করেছেন। ভিডিওটিতে কমেন্টও করেছেন অনেকে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এবং লিখেছেন- যাই ঘটুক না কেন, নাচ যেন বন্ধ না হয়। আরেকজন লিখেছেন- এখানে একজন লোক পড়ে গেল আর এই মেয়েটি নাচছে এবং সেই সঙ্গে ভিডিও বানাচ্ছে।Tf Man?😭💀 pic.twitter.com/Occztvy5hv
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 15, 2024
Video: রাস্তার মাঝে মেয়েটিকে নাচতে দেখা গেছে, তারপর বাইকটি এসে যা করল…দেখুন ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় রিল তৈরির এই অভ্যাস এখন বহু মানুষকে ভুলিয়ে রেখেছে। একাংশ মানুষ কিছু মতামত, পছন্দ এবং ভাইরাল হওয়ার জন্য অশ্লীলতার আশ্রয় নেয়। একই সঙ্গে রিল করতে গিয়ে জীবনের ঝুঁকি…

আরও পড়ুন