Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আসন্ন বাজেটে আয়করে ছাড় দিতে পারে সরকার, ইঙ্গিত অর্থমন্ত্রী নির্মলা সিতারামণের

আগামী ফেব্রুয়ারির বাজেটে আয়কর ছাড় হতে পারে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। অর্থমন্ত্রী আজ জানিয়েছেন, মধ্যবিত্ত চাকুরিজীবীদের কথা ভেবেই মোদি সরকার এই সিদ্ধান্ত নিতে পারে। মোদি সরকারের দ্বিতীয় দফায় প্রথম…

Avatar

আগামী ফেব্রুয়ারির বাজেটে আয়কর ছাড় হতে পারে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। অর্থমন্ত্রী আজ জানিয়েছেন, মধ্যবিত্ত চাকুরিজীবীদের কথা ভেবেই মোদি সরকার এই সিদ্ধান্ত নিতে পারে। মোদি সরকারের দ্বিতীয় দফায় প্রথম পূর্নাঙ্গ বাজেটেই আয়কর ছাড়ের ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে।

অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের কথায়, সরকার সব রকম ভাবে চেষ্টা করছে বাজারে চাহিদা বাড়ানোর। তার জন্য ব্যক্তিগত আয়করে ছাড় দেওয়ার চিন্তাভাবনাও সরকারের মাথায় আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত এপ্রিল-জুনে বৃদ্ধির হার ৫ শতাংশে নামার পর গত ত্রৈমাসিকেও বৃদ্ধির হার নেমেছে ৪.৫ শতাংশে। এর প্রধান কারণ হিসেবে অর্থমন্ত্রী চাহিদা কম হওয়াকে দায়ী করেছেন। আর চাহিদা কমে হওয়ার জন্য উৎপাদনও কমেছে, ফলে অর্থনীতি বৃদ্ধির হারও কমেছে।

আর আয়করে ছাড় দিলে সাধারণ মানুষের হাতেও খরচ করার মতো টাকা বাড়বে, ফলে বাজারে চাহিদাও বাড়বে। বিশেষজ্ঞদের মতে এভাবে বাড়বে অর্থনীতিও। এখন আগামী পূর্নাঙ্গ বাজেটে কতটা কমে বা আদৌও কমে কিনা আয়কর সেটাই দেখার।

About Author