আগামী ১৬ই ডিসেম্বর থেকে National Electronic Funds Transfer (NEFT) এ সারাদিন অর্থাৎ ২৪ ঘন্টা ধরেই ট্রান্সফার করা যাবে। শুক্রবার একথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার থেকে সারা বছর দিনে ২৪ ঘন্টা ধরেই মিলবে এই সুবিধা। এমনকি প্রতিটি ছুটির দিনেও পাওয়া যাবে এই সুবিধা।
এতদিন প্রতিদিন সকাল ৮’টা থেকে সন্ধ্যে ৭’টা পর্যন্ত এবং মাসের প্রথম ও তৃতীয় শনিবার সকাল ৮’টা থেকে দুপুর ১’টা পর্যন্ত করা যেত এই লেনদেন। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ১৬ ডিসেম্বর থেকে প্রতিদিন, দিনে ২৪ ঘন্টা করা যাবে NEFT লেনদেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowচলতি বছরের ১ জুলাই থেকে রিজার্ভ ব্যাঙ্ক দেশে ডিজিটাল লেনদেনের প্রচারের জন্য NEFT এবং Real Time Gross Settlement (RTGS) সিস্টেমের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে চার্জ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং সমস্ত ব্যাঙ্ক গুলিকে নির্দেশ দিয়েছিল যাতে তারা গ্রাহকদের এই সুবিধাগুলি প্রদান করে।