Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Malaika Arora: জ্যাকেটের বোতাম খুলে সাহসী পোজ দিলেন মালাইকা আরোরা, ভাইরাল হল ছবি

জনপ্রিয় অভিনেত্রী তথা ফ্যাশন প্রেমী মালাইকা আরোরা সম্প্রতি একটি নতুন ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে অত্যন্ত গ্ল্যামারাস দেখাচ্ছে। এই ভিডিওতে মালাইকা অরোরার অত্যাশ্চর্য স্টাইল দেখে ভক্তরা রীতিমতো আপ্লুত। আবারো মালাইকা…

Avatar

জনপ্রিয় অভিনেত্রী তথা ফ্যাশন প্রেমী মালাইকা আরোরা সম্প্রতি একটি নতুন ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে অত্যন্ত গ্ল্যামারাস দেখাচ্ছে। এই ভিডিওতে মালাইকা অরোরার অত্যাশ্চর্য স্টাইল দেখে ভক্তরা রীতিমতো আপ্লুত। আবারো মালাইকা আরোরা কে বস লেডি লুকে দেখে তার ভক্তরা খুবই খুশি হয়েছেন। এই ছবিতে মালাইকাকে দেখা যাচ্ছে একটি মাল্টি কালার সুট ব্লেজার, মাল্টি কালার ব্লেজার প্যান্ট এবং তার সাথেই একটি কালো ব্রালেট পরে। এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

দুরন্ত স্টাইলে পোজ দিয়েছেন মালাইকা আরোরা

এই ছবিগুলিতে মালাইকাকে ইনডোর সেটাপে বেশ কিছু ছবির জন্য পোজ দিতে দেখা যাচ্ছে। এই ছবিগুলোতে মালাইকা আরোরার পাতলা কোমর এবং কার্ভি ফিগার দুরন্ত দেখাচ্ছে। স্মোকি এবং ন্যুড মেকাপের সাথে তিনি পুরো লুক ম্যাচ করিয়েছেন। আর নিজের চুল একইভাবে স্টাইল করেছেন যাতে মেকাপের সাথে একেবারে ম্যাচ করে যায়। এছাড়াও কানের দুল এবং আংটি দিয়ে নিজেকে সাজিয়েছেন অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ক্যাজুয়াল লুকে ভাইরাল মালাইকা আরোরা

এই যে প্রথম এরকম একটি লুক তার ভাইরাল হল, এরকমটা ব্যাপারটা কোনদিনই নয়। এর আগেও তার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। মাঝেমধ্যেই তিনি তার ভক্তদের সাথে নিজের আপডেট শেয়ার করতে থাকেন। নিজের ব্যক্তিগত জীবনের পাশাপাশি নিজের স্টাইল স্টেটমেন্টের জন্যও তিনি বেশ জনপ্রিয়। মাঝেমধ্যেই ঐতিহ্যবাহী লুক থেকে শুরু করে অনেক সময় গ্ল্যামারাস স্টাইলে তাকে পোজ দিতে দেখা যায়। অনেক সময় সাহসী অবতারে সোশ্যাল মিডিয়াতে ধরা দেন তিনি। সব মিলিয়ে তিনি একজন অলরাউন্ডার বলা যেতেই পারে।

About Author