Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mutual Fund: মাসে ৩০০০ টাকা জমিয়ে ৭ কোটি টাকা রিটার্ন, বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে এই ফান্ড

বিশ্লেষকরা বলছেন মিড ও স্মল ক্যাপ শেয়ারের মূল্য এই মুহূর্তে অনেক বেশি। গত কয়েক বছরে দু'টিতে প্রচুর বিনিয়োগ হয়েছে। অনেক বেশি রিটার্ন দিয়েছে। এমন পরিস্থিতিতে কেউ যদি অতীতের রিটার্ন দেখে…

Avatar

বিশ্লেষকরা বলছেন মিড ও স্মল ক্যাপ শেয়ারের মূল্য এই মুহূর্তে অনেক বেশি। গত কয়েক বছরে দু’টিতে প্রচুর বিনিয়োগ হয়েছে। অনেক বেশি রিটার্ন দিয়েছে। এমন পরিস্থিতিতে কেউ যদি অতীতের রিটার্ন দেখে বিনিয়োগ করেন, তাহলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিনিয়োগকারীদের ঝুঁকি থেকে রক্ষা করতে সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়েছে সেবি। বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি মিড ও স্মলক্যাপে বিনিয়োগ করতে চান, তাহলে একক অঙ্কের বিনিয়োগ একেবারেই উচিত নয়। দীর্ঘ মেয়াদের এসআইপি করতে পারেন।

সস্তা মূল্যে মিউচুয়াল ফান্ড ইউনিট পাবেন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই সময়ে মূল্যায়ন হ্রাস পেয়েছে, তাই আপনি সস্তা মূল্যে মিউচুয়াল ফান্ড ইউনিট পাবেন। মনে রাখতে হবে, বিনিয়োগ কমপক্ষে পাঁচ বছরের জন্য হতে হবে। সেবি আসলে বিনিয়োগকারীদের রক্ষা করতে চায়।

বিপুল বিনিয়োগ এবং বিপুল রিটার্ন

আসলে এই দুই খাতে যে বিপুল বিনিয়োগ এসেছে এবং রিটার্ন এসেছে তা দেখে চমকে উঠে নতুন বিনিয়োগকারী আসছেন। যদিও এই দুটি বিভাগে খুব বেশি পার্থক্য নেই। এ অবস্থায় ফান্ড হাউসগুলো বিনিয়োগকারীদের কাছ থেকে আসা অর্থ কোথায় বিনিয়োগ করবে, সেটাও নিশ্চিত করতে হবে।

SIP mutual fund investment plan

বেশিরভাগ ফান্ড হাউস ফেব্রুয়ারিতে স্মলক্যাপ স্টক বিক্রি করেছে। কেউ কেউ মিডক্যাপে কিনেছেন। ফান্ড হাউসগুলো সাম্প্রতিক অতীতে এই দুটি বিভাগে তাদের বেশিরভাগ বিনিয়োগ করেছে। বেশি কেনার ফলে এই স্টকগুলি ৭০-৮০ শতাংশ রিটার্ন দিয়েছে। এই রিটার্ন দেখে খুচরা বিনিয়োগকারীরা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করছিলেন। সরাসরি স্টকে বিনিয়োগের থেকে এখন বেশিরভাগ মানুষের ভরসার জায়গা মিউচুয়াল ফান্ড। অল্প সময়ে বিনিয়োগ করে লাভবান হয়েছেন, এমন ব্যক্তির কথাও নিশ্চই শুনেছেন।

কোথায় বিনিয়োগ করলে দ্রুত লাভ?

কিন্তু কোথায় বিনিয়োগ করলে দ্রুত লাভ পাবেন? ফান্ড হাউজ হল নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড হতে পারে ভালো অপশন। এরকম ফান্ডে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করলে ভালো পরিমাণ অর্থ রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি বলে এখন মনে করা হচ্ছে।

About Author