কেয়া সেন : ছবির পোস্টার থেকে টিজার এমনকি ‘সাঁঝবাতি’-র ট্রেলার। সবটাই বেশ পছন্দ করেছেন বাংলা ছবির দর্শকরা। তবে অপেক্ষায় ছিলেন কবে প্রকাশ্যে আসবে এই ছক ভাঙা গল্প নিয়ে তৈরি ছবির গান? কারণ, চলতি বছর পুজোর সময়ই দেবীর বোধনের আগে মুক্তি পেয়েছিলো ‘সাঁঝবাতি’-র গান বিসর্জন-এর অডিও। যা বেশ পছন্দ করেছিল দর্শকমহল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএবার লোকে লোকারণ্য শপিংমলে ছবির গানে, লিলি চক্রবর্তীর হাত ধরে চুটিয়ে নাচ করলেন দেব ও পাওলি। গান গাওয়ার সঙ্গে নাচে পা মেলালেন সঙ্গীত পরিচালক অনুপম রায়।
মিউজিক লঞ্চে এসে যা বললেন দেব, “আমি খুব খুশি যে সাঁঝবাতির মতো ছবি হয়েছে এবং আমি তাতে রয়েছি”। ছবিতে পাওলির অন্যতম পছন্দের গান বিসর্জন। তারকার কথায়, গল্পের প্রয়োজনে, যে যে মুহুর্তে যেরকম গান দরকার, সেগুলোই রেখেছেন অনুপম। আমার মনে হয় সাঁঝবাতি মানুষের মনকে ছুঁয়ে যেতে সফল হবে। এখন শুধুই অপেক্ষা করছি ২০শে ডিসেম্বরের।