ইন্টারনেটের যুগে ৮ থেকে ৮০ এখন সকলেই বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়াকে। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল রাতারাতি মানুষ সুপারস্টার হয়ে যাচ্ছেন। বিশ্বাস না হলে একটা উদাহরণই যথেষ্ট। আশা করি সকলেই রানাঘাটের রানু মন্ডলের নাম শুনেছেন। একটি মাত্র ভাইরাল ভিডিওর দৌলতে রানাঘাটের রেল স্টেশনের ভিখারিনী হয়ে গিয়েছিলেন মুম্বাইয়ের নামজাদা তারকা।
সোশ্যাল মিডিয়াতে রানু মন্ডলের জনপ্রিয়তা
সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠা রানু মন্ডলকে চিনেন না, সেরকম মানুষ কিন্তু এখন নেই বললেই চলে। রানাঘাট রেলওয়ে স্টেশনে গান গেয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করার পরে তিনি মুহূর্তের মধ্যে চলে গিয়েছিলেন বলিউডে। তারপর তিনি মুর্হুতের মধ্যেই হয়েছিলেন সোশ্যাল মিডিয়া সেন্সেশন। তাঁর কোনো ভিডিও পোস্ট হলেই তা লাখ লাখ মানুষ দেখতেন। কিন্তু তারপরে যদিও ইন্টারনেট থেকে তিনি একেবারেই হারিয়ে যান। তবে সম্প্রতি একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরানু মন্ডলের ভাইরাল ভিডিও
এবারের ভাইরাল ভিডিওতে দেখা গেছে সম্ভবত রানু মন্ডলের মেয়েকে দেখা গেছে। ভিডিওতে রানুর মেয়েকে ‘মা তেরি আঁচল মে পলনা হ্যায়’ গানে পারফর্ম করতে দেখা যাচ্ছে। রানুর মেয়ে লাল-হলুদ শাড়ি পরে নাচছে। রানুর রূপ দেখে মানুষ অবাক। একটি গোলাপী রঙের নাইটি পরে এলোমেলো চুল নিয়ে তাঁকে দেখা গেছে। এই ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। কেউ মন্তব্য করেছেন, ‘হ্যাঁ, এটা তাদের মেয়ে হবে, সম্পূর্ণ লক্ষণ পাওয়া যাচ্ছে।‘ আবার আরেকজন লিখেছেন, ‘এই দু দুটো রানু মণ্ডল কোথা থেকে এল?‘ আপনিও এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।
View this post on Instagram