আজ সকাল পৌনে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি মোড়ের পাশে কাটিহার রেল ডিভিশনের রাঙাপানি এলাকায়। কাঞ্চনজঙ্ঘা ট্রেনের পিছনে দুটি পার্সেল ভ্যান এবং একটি গার্ড কোচ ছিল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, অসমের শিলচর থেকে কলকাতার শিয়ালদহের মধ্যে চলাচলকারী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ যাচ্ছিল। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) জানিয়েছেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে রাঙাপানি স্টেশনের কাছে মালবাহী ট্রেনটির দুটি বগি পেছন থেকে লাইনচ্যুত হয়।#WATCH | “Five passengers have died, 20-25 injured in the accident. The situation is serious. The incident occurred when a goods train rammed into Kanchenjunga Express,” says Abhishek Roy, Additional SP of Darjeeling Police. pic.twitter.com/5YQM8LdzLo
— ANI (@ANI) June 17, 2024
Kanchanjunga Express Accident Train Cancelled: রেল দুর্ঘটনার কারণে বাতিল হয়েছে একাধিক ট্রেন, চেক করুন পুরো সময়সূচী
সোমবার পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের একাধিক বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার ফলে প্রায় একাধিক ব্যক্তির মৃত্যু এবং প্রায় ২৫ জন আহত হন। এ ঘটনায় ট্রেনের…

আরও পড়ুন