সদ্য হওয়া রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিপুল ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। এই তিন কেন্দ্রের মধ্যে আছে খড়গপুরও, যেখানে এবার প্রথমবার জিতলো তৃণমূল কংগ্রেস। আর সেই জন্যে খড়গপুর বাসীকে ধন্যবাদ দিতে ৯’ই ডিসেম্বর খড়গপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সভা করার পরিকল্পনা আছে তাঁর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল কংগ্রেসের শুরুর সময় থেকেই খড়গপুর এবং কালিয়াগঞ্জ এই দুটি বিধানসভা কেন্দ্রে কোনদিন জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। এমন্য গত লোকসভা ভোটেও এই দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীরা তৃণমূল প্রার্থীর থেকে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। তাই সেই দুই বিধানসভা কেন্দ্রে জিতে তৃণমূল কংগ্রেস যে যথেষ্টই খুশি সেকথা এদিন জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভোটের রেজাল্টের দিনও একথা বলেছিলেন তিনি। তিনি তখন বলেছিলেন, ‘তৃণমূলের ২১ বছরে কোনোদিন খড়গপুর, কালিয়াগঞ্জ পাইনি। আজ মানুষের রায়ে সে দুটোতেও তৃণমূল জিতলো।’
খড়গপুর বিধানসভা থেকে গত বিধানসভা ভোটে জিতেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খড়গপুরকে কার্যত দিলীপ ঘোষের গড় বলা হয়। তাই সেখানে জিতে তৃণমূল যে যথেষ্টই খুশি, সেটাই মনে করছে রাজনৈতিক মহল। আর এই লড়াইয়ে জয়ী হওয়ার কৃতিত্ব তাই শহরবাসীর সাথে ভাগ করে নিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?