মুকেশ আম্বানির জিও আসার পর থেকে নেটওয়ার্ক দুনিয়ায় রীতিমত তোলপাড় শুরু হয়ে যায়। লোকসানের পথে চলছে এয়ারটেল, ভোডা এবং আইডিয়া এর মত নেটওয়ার্ক সংস্থাগুলি। সম্প্রতি রিলায়েন্স জিও এর সাথে ট্যারিফের প্রতিযোগিতায় মার খেতে বসেছে এই তিন সংস্থার ব্যবসা।
গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এয়ারটেল প্রায় ২৩,০৪৫ কোটি টাকা লোকসানের মুখে পড়েছে। যার ফলে ভোডাফোন এবং আইডিয়া এর পথ অনুসরণ করেই লোকসানের ধাক্কা সামলাতে প্রিপেড গ্রাহকদের ক্ষেত্রে কল ও ডেটা প্ল্যান চার্জ বাড়ানোর কথা ঘোষণা করলো ভারতী এয়ারটেল।
রবিবার এয়ারটেল সংস্থা এক বিবৃতিতে নতুন ট্যারিফের আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। এই বিবৃতিতে জানানো হয় যে আগামী ৩ রা ডিসেম্বর, মঙ্গলবার থেকে কার্যকর হতে চলেছে এই বর্ধিত চার্জ। এর ফলে এয়ারটেলের প্রিপেড গ্রাহকদের নতুন আনলিমিটেড প্ল্যানের ক্ষেত্রে আগের তুলনায় এখন ৪২ শতাংশ অতিরিক্ত অর্থ মাশুল গুনতে হবে।
আজ এই সংস্থা বিবৃতিতে জানায় যে, এয়ারটেল তার নতুন প্ল্যানে দৈনিক ৫০ পয়সা ট্যারিফ থেকে ২.৮৫ টাকা বৃদ্ধি করছে। তবে এর সাথে গ্রাহকেরা পাচ্ছেন বিপুল ডাটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা। এছাড়া এয়ারটেল প্ল্যাটফর্মের অংশ হিসাবে গ্রাহকরা পাবেন নতুন ধরণের সুযোগ সুবিধা। এর সুযোগ সুবিধাগুলির মধ্যে গ্রাহকরা এয়ারটেল এক্সট্রিমে প্রায় ১০ হাজারের মতো সিনেমা এবং এক্সক্লুসিভ শো দেখা থেকে শুরু করে ৪০০ টি টিভি চ্যানেল, আন্টি ভাইরাস প্রোটেকশন এবং wynk music এর মত পরিষেবাগুলি পেতে চলেছেন।