Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

LPG Cylinder Price: নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বড় উপহার মোদি সরকারের, সিলিন্ডারের দাম 70 টাকা কমলো

লোকসভা নির্বাচনের শেষ পর্ব এবং নির্বাচনের ফলাফল ঘোষণার কিছুদিন আগে এবারে মোদি সরকার সাধারণ মানুষকে একটা বড় উপহার দিতে চলেছে। সম্প্রতি তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম…

Avatar

লোকসভা নির্বাচনের শেষ পর্ব এবং নির্বাচনের ফলাফল ঘোষণার কিছুদিন আগে এবারে মোদি সরকার সাধারণ মানুষকে একটা বড় উপহার দিতে চলেছে। সম্প্রতি তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলো এলপিজি সিলিন্ডারের দাম ৭২ টাকা কমিয়েছে এবং ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোন পরিবর্তন এখনো পর্যন্ত করেনি। এই পরিবর্তিত হার ১ জুন ২০২৪ থেকে কার্যকর করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আজ জুন মাসের প্রথম দিন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করেছে তেল বিপনন সংস্থাগুলি। আজ ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম সরাসরি ভাবে ৬৯.৫০ টাকা কমানো হয়েছে। পরে দিল্লিতে এখন ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১৬৭৬ টাকা। অন্যদিকে কলকাতায় ৭২ টাকা দাম কমেছে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের। এই মুহূর্তে কলকাতায় গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে ১৭৮৭ টাকায়। মুম্বাইতে এই মুহূর্তে সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা। অন্যদিকে চেন্নাইতে সিলিন্ডারের দাম ১৮৪০ টাকা ৫০ পয়সা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দামে কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। এই মুহূর্তে দিল্লিতে ৮০৩ টাকায় এই গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে। কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। মুম্বাইতে গ্যাস সিলিন্ডারের দাম ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে গ্যাস সিলিন্ডারের দাম ৮১৮.৫০ টাকা। সাধারণ গ্রাহকদের জন্য দিল্লিতে ৮০৩ টাকায় গ্যাস থাকলেও যারা উজ্জ্বলা সুবিধাভোগী রয়েছেন তারা মাত্র ৬০৩ টাকায় গ্যাস পেয়ে যাচ্ছেন।

About Author