Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Malaika Arora: দীর্ঘ ৫ বছরের সম্পর্কে ভাঙন অর্জুন-মালাইকার, সামনে এলো চাঞ্চল্যকর কারণ

সম্পর্ক ভাঙল মালাইকা অরোরা (Malaika Arora) এবং অর্জুন কাপুরের (Arjun Kapoor)। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ভেঙে আলাদা হয়ে গেলেন দুজনে। শুক্রবার সকাল থেকেই বলিউড সরগরম এই খবরে। বিগত পাঁচ বছর…

Avatar

By

সম্পর্ক ভাঙল মালাইকা অরোরা (Malaika Arora) এবং অর্জুন কাপুরের (Arjun Kapoor)। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ভেঙে আলাদা হয়ে গেলেন দুজনে। শুক্রবার সকাল থেকেই বলিউড সরগরম এই খবরে। বিগত পাঁচ বছর ধরে একসঙ্গে ছিলেন দুজনে। বয়সের বিরাট পার্থক্য থাকা সত্ত্বেও পরস্পরের পাশে থেকেছেন ছায়ার মতো। সম্পর্কটা মানুষের চোখের আড়ালেও রাখেননি তাঁরা। বলিউডের এই চর্চিত হট জুটির আচমকা বিচ্ছেদের খবরে গুঞ্জন শুরু হয়েছে বলিপাড়ার অন্দরে।

সেই ২০১৯ সাল থেকে সম্পর্কে রয়েছেন অর্জুন মালাইকা। হাজারো ট্রোল সত্ত্বেও লোকের কথায় কান না দিয়ে একে অপরের পাশে থেকেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়াতেও এই সম্পর্কটা নিয়ে বেশ খোলামেলা থাকতে দেখা গিয়েছে দুজনকে। প্রায়ই একসঙ্ততুরে ছবি শেয়ার করতেন অর্জুন মালাইকা। তবে হঠাৎ কী এমন হল যে এতদিনের সম্পর্ক ভেঙে গেল তাঁদের?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Malaika Arora: দীর্ঘ ৫ বছরের সম্পর্কে ভাঙন অর্জুন-মালাইকার, সামনে এলো চাঞ্চল্যকর কারণ

এ বিষয়ে মালাইকা বা অর্জুন এখনও কোনো মন্তব্য না করলেও তাঁদের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মালাইকা এবং অর্জুন খুবই স্পেশ্যাল সম্পর্কে ছিলেন। পরস্পরের হৃদয়ে তাঁরা চিরদিন থেকে যাবেন। এবার তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন পথ আলাদা করার এবং এ বিষয়ে মৌনতা অবলম্বন করাটাই ঠিক মনে করেছেন তাঁরা। তাঁদের সম্পর্কের ব্যাপারে কেউ কোনো মন্তব্য করুক, এটা তাঁরা চান না।

সূত্রের তরফে আরও বলা হয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে একটি সুন্দর সম্পর্কে ছিলেন, যেটি দুর্ভাগ্যবশত শেষ হয়ে গিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে তাঁদের মধ্যে কোনো তিক্ততা রয়েছে। বরং পরপরস্পরের প্রতি শ্রদ্ধা রয়েছে তাঁদের। উল্লেখ্য, মালাইকা এবং অর্জুনের মধ্যে বয়সের ফারাক অনেকটাই। অর্জুনের থেকে ১২ বছরের বড় মালাইকা। কিন্তু তাঁদের প্রেম তাবড় তাবড় তারকাদেরও অবাক করে দিত। এর আগে একাধিক বার অর্জুন মালাইকার সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়ালে প্রতিবারই তাঁরা জানিয়েছেন তা মিথ্যে। তবে এবারে আর হল না শেষরক্ষা।

About Author