অ্যাডিলেড : বল বিতর্কের জন্য ক্রিকেট থেকে এক বছর নির্বাসিত হন ডেভিড ওয়ার্নার। নির্বাসন কাটিয়ে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজে মাঠে ফিরেন তিনি। কিন্তু সেই আগের পারফরম্যান্স দেখা যায়নি তার ব্যাটে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে গোলাপি বলের ম্যাচে ত্রিশতরান করে রেকর্ড করলেন তিনি। অ্যাডিলেড ওভাল ক্রিকেট গ্রাউন্ডে এই প্রথম কোনো ব্যাটসম্যান ত্রিশতরান করলেন।
অ্যাডিলেডে চলছে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান এর মধ্যে দিনরাতের টেস্ট ম্যাচ। টেস্টের দ্বিতীয় দিনে দুরন্ত একটি ত্রিশতরান করেন ওয়ার্নার। ৪১৮ বলে ৩৩৫ রান করে তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান করার সঙ্গে সঙ্গে গোলাপি বলে সর্বোচ্চ রান করে ফেললেন তিনি। এর আগে পাকিস্তানের আজহার আলির অপরাজিত ৩০২ ছিল গোলাপি বলের টেস্টে সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowত্রিশতরান করার পাশাপাশি ডেভিড ওয়ার্নার এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রান করে পেছনে ফেললেন বিরাট কোহলিকে। ওয়ার্নারের ৪১৮ বলে ৩৯ টি চার ও একটি ছয়ের সাহায্যে অপরাজিত ৩৩৫ রানের সুবাদে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৫৮৯ রান তুলে ইনিংস পরিসমাপ্তি ঘোষণা করে যেটি দিন-রাতের টেস্টে এক ইনিংসে কোন দলের পক্ষে সর্বোচ্চ স্কোর।