কলকাতা : স্ক্রু ড্রাইভার নিয়ে বাবাকে খুনের চেষ্টা, এরম এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল গত শুক্রবার বেনিয়াপুকুর এলাকায়। ছেলেটির নাম মহম্মদ ইকবাল। জানা গিয়েছে পারিবারিক বিবাদের জন্য এমন চেষ্টা অভিযুক্তদের।
সুত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে পিতা রহমান আলির ওপর স্ক্রড্রাইভার নিয়ে ঝাঁপিয়ে পড়ে পুত্র ইমরান। শুধু তাই নয়, পিতার নাকও ফাটিয়ে দেয় ইমরান। এমনকি রহমানের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকে। রাত ৯ টায় ইমরানের শব্দ পাওয়া যায় এমনটাই জানায় স্থানীয়রা। এছাড়াও তারা জানায়, চিৎকার শুনে ছুটে গিয়ে দেখে ইমরান তার পিতা রহমানকে মারধর করছে। বিষয়টি দেখে স্থানীয়রা পুলিশকে ফোন করে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঘটনাস্থলে এসে পুলিশ আহত রহমানকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় ইমরানকে। ঘটনার কারন তল্লাশিতে লেগে পড়েছে পুলিশ।