Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Weather Update: রাতভর তাণ্ডব চালিয়ে শক্তি কমছে রিমাল এর, সোমবারও সারা দিন চলবে দুর্যোগ

রাতভর তাণ্ডব চালানোর পর ক্রমেই শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল (Cyclone Update)। সোমবার সকালে এর গতিবেগ রয়েছে ঘন্টায় ১০০ কিমি। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বেলা গড়াতেই ঘূর্ণিঝড়ের শক্তি কমতে…

By

রাতভর তাণ্ডব চালানোর পর ক্রমেই শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল (Cyclone Update)। সোমবার সকালে এর গতিবেগ রয়েছে ঘন্টায় ১০০ কিমি। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বেলা গড়াতেই ঘূর্ণিঝড়ের শক্তি কমতে থাকবে। সোমবার বিকেলের মধ্যে এটি শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এর গতি তখন থাকবে ঘন্টায় ৫৫ কিমি। রাতের মধ্যে আরো শক্তি হারিয়ে ৪০ কিমি প্রতি ঘন্টা গতিবেগ হবে। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছিল, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় ঝোড়ো হাওয়ার তাণ্ডব চলবে ঘন্টায় ১১০-১২০ কিমি বেগে। এমনকি হাওয়ার গতিবেগ ঘন্টায় ১৩৫ কিমি পর্যন্তও পৌঁছে যেতে পারে সতর্কতা জারি করেছিল মৌসম ভবন।

রিমাল এর প্রভাবে সোমবার সারা দিনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সোমবার। নদিয়া এবং মুর্শিদাবাদে ২০০ মিমি বা তার বেশি বৃষ্টি হতে পারে। কলকাতা, দুই চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূমে ৭০-২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও ৭০-১০০ মিমি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলিতে। নদিয়া এবং মঙ ঝুঁকির হাওয়ার গতিবেগ হতে পারে ৬০-৭০ কিমি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পূর্বাভাস অনুযায়ী, কলকা ও উপকূল সংলগ্ন এলাকা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই সোমবার বিকেল থেকেই আবহাওয়ার উন্নতি হবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আবহাওয়া উন্নত হবে অন্যদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে ৭০-২০০ মিমি পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরেও হবে ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

দার্জিলিং, কালিম্পং দুই দিনাজপুরে হবে ৭০-২০০ মিমি বৃষ্টি। আলিপুরদুয়ার, কোচবিহারচবিহার, জলপাইগুড়িতে বুধবারেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। গত ২৪ ঘন্টায় কলকাতায় ১৪৬.২ মিমি বৃষ্টি হয়েছে। সোমবার সারাদিন আকাশ থাকবে মেঘলা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

About Author