Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Local Train Service: সকাল ন’টা পর্যন্ত বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল, কখন থেকে শুরু হবে ট্রেন পরিষেবা?

রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বন্ধ বহু ট্রেন চলাচল। রাতভর ঝড় বৃষ্টি হবার পর আজ থেকে বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবা। বলতে গেলে গতকাল রাত থেকেই রেল পরিষেবা বিপর্যস্ত রয়েছে। তবে আজ…

Avatar

রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বন্ধ বহু ট্রেন চলাচল। রাতভর ঝড় বৃষ্টি হবার পর আজ থেকে বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবা। বলতে গেলে গতকাল রাত থেকেই রেল পরিষেবা বিপর্যস্ত রয়েছে। তবে আজ সকালে লোকাল ট্রেন পরিষেবা একেবারেই স্বাভাবিক নয়। সোমবার সকাল নটা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ থাকবে রেল চলাচল। তারপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও খুব একটা বেশি ট্রেন চলবে না এই লাইনে। শিয়ালদহ শাখায় আগেই ৪৬ টি ট্রেন বাতিল করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। এখনো পর্যন্ত, শিয়ালদহ দক্ষিণ শাখায় খুব ধীর গতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সকাল ৯ টা পর্যন্ত দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েছেন যাত্রীরা।

ঘূর্ণিঝড়ের কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদহ এবং হাওড়া শাখায়। শিয়ালদহ উত্তর শাখায় বিশেষ ট্রেন বাতিল না হলেও শিয়ালদহ দক্ষিণ শাখার উপরে প্রভাব ফেলেছে এই ঘূর্ণিঝড়। রবিবার রাত এগারোটা থেকে লোকাল ট্রেন পরিষেবা থামিয়ে দেওয়া হয় শিয়ালদহ উত্তর দক্ষিণ এবং হাওড়ার একাধিক শাখায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। এখনো একাধিক স্টেশনে বহু লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে বলে খবর। ট্রেনের মধ্যে আটকে রয়েছেন বহু যাত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক হবার কোন সম্ভাবনা নেই। প্রাথমিকভাবে সকাল ছয়টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকার কথা ছিল। কিন্তু শিয়ালদহ দক্ষিণ শাখা একাধিক জায়গায় লাইনের উপরে গাছ ভেঙে পড়েছে। এই কারণে ট্রেন চলাচলে এই মুহূর্তে স্বাভাবিক হওয়া সম্ভব হচ্ছে না। সকাল ন’টা পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। সপ্তাহের প্রথম দিন হওয়ার কারণে অফিসে যাওয়ার তারা রয়েছে সকলের। তার মধ্যে এই দুর্যোগের কারণে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। দুর্যোগের সময় কিভাবে গন্তব্যে পৌঁছবেন সেই নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। তবে বর্তমানে সবাই অপেক্ষা করছেন ভারতীয় রেলের পরিষেবার সঠিক এবং স্বাভাবিক হবার।

About Author