এদেশের নাগরিকদের সর্বক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্র থেকে শুরু করে ব্যবসায়িক দিক দিয়েও মানুষকে অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে এমন একটি প্রকল্প রয়েছে যা সেই সমস্ত মানুষদের আর্থিক সহায়তা প্রদান করে যারা ছোটখাটো চাকরির মাধ্যমে আয় করেন বা যারা ব্যবসা শুরু করতে চেয়েও অর্থের অভাবে শুরু করতে পারছেন না।
কথা হচ্ছে পিএম বিশ্বকর্মা যোজনার (PM Biswakarma Yojna) ব্যাপারে। ব্যবসায়িক ক্ষেত্রে দেশবাসীকে উৎসাহ এবং সাহায্য দেওয়ার জন্য এই বিশেষ প্রকল্প চালু করা হয় কেন্দ্রের তরফে। এর মধ্যে রয়েছে পিএম বিশ্বকর্মা টুল কিট এবং ই ভাউচার যোজনা। পিএম বিশ্বকর্মা যোজনার মাধ্যমে ছোট ব্যবসায়ীদের আর্থিক ভাবে সাহায্য করা হয়ে থাকে। টুল কিটের মাধ্যমে তাদের দরকারি উপকরণ প্রদান করা হয় যাতে তারা আয় বাড়ানোর কাজে লাগাতে পারে। এই টুলকিট পেতে গেলে পিএম বিশ্বকর্মা যোজনায় নাম নথিভুক্ত করতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবিশ্বকর্মা যোজনার অধীনে কিছু উপভোক্তাদের টুলকিট কিনতে কিছু সমস্যা হয়ে থাকলে তাদের টুলকিট কেনার জন্য অর্থ সাহায্য করা হয়ে থাকে সরকারের তরফে। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০০ টাকা পাঠানো হয় যাতে তারা নিজেদের সুবিধা এবং প্রয়োজন মতো টুলকিট কিনে নিজেদের কাজে লাগাতে পারেন। এর জন্য কীভাবে আবেদন করতে হবে জেনে নিন।
প্রথমেই পিএম বিশ্বকর্মা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজে গিয়ে লগইন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন ফর্মে সঠিক ভাবে সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদনপত্র সাবমিট করে দিলেই হয়ে যাবে নাম নথিভুক্তকরণ। কিছুদিনের মধ্যেই সরকারের তরফ থেকে দেওয়া হবে দরকারি টুলকিট।