Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: যাত্রী সুবিধায় বিরাট পদক্ষেপ, বড় চমক দিয়ে দারুণ উপহার দিল ভারতীয় রেল

কথায় বলে, মানুষের পায়ের তলায় সরষে। এমন অনেকেই যারা সময় সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। আর এক্ষেত্রে অধিকাংশ মানুষই ভরসা করেন রেল সফরের (Indian Railways) উপরে। মানুষ বছর ভর ঘুরতে…

Avatar

By

কথায় বলে, মানুষের পায়ের তলায় সরষে। এমন অনেকেই যারা সময় সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। আর এক্ষেত্রে অধিকাংশ মানুষই ভরসা করেন রেল সফরের (Indian Railways) উপরে। মানুষ বছর ভর ঘুরতে গেলেও গরমকালে ঘুরতে যাওয়ার প্রবণতা বাড়ে। উপরন্তু এ বছরে যেমন তাপমাত্রা চড়েছে, তাই অনেকেই ভিড় জমাচ্ছেন পাহাড়ে।

আর সেই কারণেই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফে নেওয়া হয়েছে এক বড় পদক্ষেপ। যাত্রীদের সফরকালীন সময়কে আরামদায়ক করতে দুটি সামার স্পেশ্যাল ট্রেনের চলাচলের মেয়াদ বাড়ানো হয়েছে। চলাচলের দিন, সময়, স্টপেজ এবং গঠন অনুযায়ী দুটি সামার স্পেশ্যাল ট্রেনের চলাচলের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। কোন কোন ট্রেন রয়েছে এই তালিকায় জেনে নিন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রত্যেক বুধবার ০৬:০০ ঘন্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে শুক্রবার ১০:০০ ঘন্টায় এসএমভিটি বেঙ্গালুরু পৌঁছায় ট্রেন নম্বর ০৬৫৭০ গুয়াহাটি এসএমভিটি বেঙ্গালুরু। এটির চলাচলের মেয়াদ ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ফেরার সময় এসএমভিটি বেঙ্গালুরু থেকে প্রত্যেক রবিবার ০০:৩০ ঘন্টায় রওনা হয়ে মঙ্গলবার ০৫:৩০ ঘন্টায় গুয়াহাটি পৌঁছায় ট্রেন নম্বর ০৬৫৬৯ এসএমভিটি বেঙ্গালুরু গুয়াহাটি। এটির পরিষেবার মেয়াদ ২৬ মেয়ে ৯ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

প্রত্যেক সোমবার ১০:৩০ ঘন্টায় মাইসুরু থেকে রওনা দিয়ে বুধবার ১৩:৩০ ঘন্টায় মুজফফরপুর পৌঁছানো ট্রেন নম্বর ০৬২২১ মাইসুরু মুজফফরপুর স্পেশ্যালের পরিষেবার মেয়াদ বাড়ানো হয়েছে ১০ জুন পর্যন্ত। ফেরার সময় প্রত্যেক বৃহস্পতিবার ১৩:০০ ঘন্টায় মুজফফরপুর থেকে রওনা দিয়ে শনিবার ১৬:৪০ ঘন্টায় মাইসুরু পৌঁছানো ট্রেন নম্বর ০৬২২২ মুজফফরপুর মাইসুরু স্পেশ্যালের পরিষেবার মেয়াদ বাড়ানো হয়েছে ১৩ জুন পর্যন্ত। রেল আধিকারিকদের মতে, উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের যে সমস্ত মানুষরা দক্ষিণ ভারতে যান বিভিন্ন কাজে তাদের খুব সুবিধা হবে এই ট্রেনগুলির পরিষেবার মেয়াদ বাড়ানোয়।

About Author