Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Kolkata Metro: টিকিট কাটা নিয়ে আর হবে না দুশ্চিন্তা, কলকাতা মেট্রোয় চালু হল UPI পরিষেবা

যুগ আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনে নগদ টাকার লেনদেন কমছে। যাতায়াতের সময় পরিবহন ব্যবস্থায়, কেনাকাটার সময়, বিভিন্ন বিল পেমেন্টের সময় ক্যাশলেস ট্রানজাকশনকেই এখন গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আর এবার…

Avatar

By

যুগ আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনে নগদ টাকার লেনদেন কমছে। যাতায়াতের সময় পরিবহন ব্যবস্থায়, কেনাকাটার সময়, বিভিন্ন বিল পেমেন্টের সময় ক্যাশলেস ট্রানজাকশনকেই এখন গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আর এবার কলকাতা মেট্রোতেও (Kolkata Metro) ইউপিআই ব্যবস্থা চালু হয়ে গেল পুরো দমে। কলকাতা মেট্রোর গ্রিন লাইনের লাইন ১ এ আগেই ইউপিআই ব্যবস্থা শুরু হয়েছিল। এবার লাইন ২ তেও ইউপিআই টিকিট পরিষেবা চালু হয়ে গেল।

গ্রিন লাইনের লাইন ২ তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চারটি স্টেশনে ইউপিআই টিকিট পরিষেবা চালু হয়েছে। এই চারটি স্টেশনে এদিন থেকেই ইউপিআই এর মাধ্যমে টিকিট কাটা এবং স্মার্ট কার্ড রিচার্জ করার পরিষেবা চালু হয়েছে। অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনেও স্মার্ট কার্ড রিচার্জ করতে ইউপিআই ব্যবহার করা যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যাত্রীদের সুবিধার্থে এবং যাতায়াতকে আরো সুবিধাজনক করে তুলতে মেট্রো পরিষেবাকে ক্রমেই আরও উন্নত করা হচ্ছে। ইতিমধ্যেই অনেকাংশে সম্প্রসারণ করা হয়েছে কলকাতা মেট্রোর। কিন্তু যাতায়াতের সময়ে টিকিট কাটতে গিয়ে খুচরো পয়সার অভাবে অনেক সময়ই সমস্যায় পড়তে হয় যাত্রীদের। উপরন্তু ব্যস্ততার সময়ে পরিস্থিতি আরও সমস্যা জনক হয়ে ওঠে। তাই সব দিক বিবেচনা করেই কলকাতা মেট্রোর গ্রিন লাইন ১ করিডোরের সবকটি স্টেশনেই চালু করে দেওয়া হল ইউপিআই পরিষেবা।

গ্রিন লাইন ১ এর শিয়ালদহ স্টেশনে ইউপিআই টিকিট পরিষেবা প্রথম চালু হয় গত ৭ মে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস এর সহযোগিতায় ইউপিআই টিকিট পরিষেবা চালু করা হয়েছে। টিকিট কাউন্টারে গিয়ে গন্তব্য স্টেশনের নাম বললে কাউন্টারের ডুয়াল ডিসপ্লে বোর্ডে কিউআর কোড ভেসে উঠবে। সেটি স্মার্ট ফোনের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করলেই টিকিট হাতে পাওয়া যাবে।

About Author