এপ্রিল জুড়ে রেকর্ড গরম লক্ষ্য করেছে রাজ্যবাসী। বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। তীব্র দাবদাহের পর মাঝে কিছুদিন টানা বৃষ্টিতে অনেকটাই কমেছিল তাপমাত্রা। তবে বৃষ্টি থামতেই ফের গরম বাড়তে শুরু করেছে কলকাতা সহ অন্যান্য সব জেলায়। যদিও সোমবার থেকে থেকেই আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতির বদল ঘটতে শুরু করেছে। সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় গরম থেকে স্বস্তি পেয়েছে মানুষ। আগামী বেশ কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মাঝেই ফের একবার স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আগে স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছিল, ৬ মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্যের স্কুলগুলিতে। আর ছুটি শেষ হবে ২ জুন। কিন্তু এপ্রিলেই তাপপ্রবাহের ভয়াবহতা দেখে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। সেই মতো ঘোষণা করা হয়, ২২ এপ্রিল আগাম গরমের ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলিতে। আগামী ৩ জুন পর্যন্ত ছুটি রয়েছে স্কুলগুলিতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযদিও মাঝে তাপমাত্রা কমায় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির তরফে শিক্ষা দফতরে চিঠি দিয়ে দাবি জানানো হয়েছিল ছুটি বাতিল করে স্কুল খোলার। ফের তাপমাত্রা বাড়লে আবারও ছুটির কথা চিন্তা করা যাবে, এমনটাই দাবি করা হয়েছিল। কিন্তু সে সময়ে কিছু জানানো হয়নি শিক্ষা দফতরের তরফে। তবে এখন বৃষ্টির কারণে ফের একবার তাপমাত্রা কমায় প্রশ্ন উঠছে স্কুলগুলিতে গরমের ছুটি কি তবে কমবে?
উল্লেখ্য, ২২ এপ্রিল থেকে শুরু হওয়া গরমের ছুটি কবে শেষ হবে তা জানানো হয়নি এখনো। এর আগে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে পরবর্তী পরিস্থিতি বিচার করে তারপর স্কুল খোলার কথা ঘোষণা করা হবে। কিছু সংবাদ মাধ্যমের তরফে জুন মাসের প্রথমেই স্কুল খোলার কথা দাবি করা হলেও এখনো সরকারি ভাবে কিছু জানানো হয়নি এ বিষয়ে।