দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য এবার এল দারুণ সুখবর। সরকারের তরফ থেকে এই ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হচ্ছে ২ লক্ষ টাকার চেক। ছত্তিশগড় রাজ্যে (Chattisgarh State Government) ৯ মার্চ প্রকাশ্যে এসেছে দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল। সেই পরীক্ষায় যারা প্রথম স্থান অধিকার করেছেন তাদের এবার রাজ্য সরকারের তরফে সম্মানিত করা হবে। ২ লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হবে তাদের হাতে।
এ বছর ছত্তিশগড় দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় জয়পুরের সিমরন শবা ৯৯.৫০ শতাংশ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। আর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় মহক আগরওয়াল ৯৭.৪০ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। ভবিষ্যতে যাতে ছাত্রছাত্রীরা আরো ভালো ফলাফল করেন, আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষায় স্থানাধিকার করে তার জন্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowছত্তিশগড় বোর্ডের পরীক্ষায় দশ জন স্থানাধিকারীকেই সরকারের তরফে দেওয়া হবে ২ লক্ষ টাকা করে চেক। এ বিষয়ে রাজ্যের মন্ত্রী দেবাঙ্গন জি জানিয়েছেন, বোর্ডের পরীক্ষায় দশ জন স্থানাধিকারীকে দেওয়া হবে ২ লক্ষ টাকা করে চেক। এর মধ্যে ১ লক্ষ টাকা কাজে লাগবে তাদের উচ্চশিক্ষার জন্য আর বাকি ১ লক্ষ টাকা দেওয়া হবে পরিবহনের বাহনের জন্য।
গত ৯ মার্চ প্রকাশ্যে এসেছে দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল। এইই পরীক্ষায় যারা প্রথম স্থান অধিকার করেছেন তাদের রাজ্য সরকারের তরফে সম্মানিত করার জন্য ২ লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হবে তাদের হাতে। ছাত্রছাত্রীরা যাতে আরো ভালো ফলাফল করেন, আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষায় স্থানাধিকার করে তার জন্য সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।