Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jio Postpaid Plan: মাত্র এই টাকাতেই 5G ডেটা সহ অতিরিক্ত ফ্রি সুবিধা, এটাই Jio-র সবথেকে সস্তা প্ল্যান

বর্তমানে ডিজিটাল যুগে স্মার্ট ফোন ছাড়া ভাবাই যায় না। বর্তমানে দেশে এই মুহূর্তে অন্যতম বড় এবং জনপ্রিয় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Reliance Jio)। দেশ জুড়ে অসংখ্য গ্রাহক রয়েছে এই…

Avatar

By

বর্তমানে ডিজিটাল যুগে স্মার্ট ফোন ছাড়া ভাবাই যায় না। বর্তমানে দেশে এই মুহূর্তে অন্যতম বড় এবং জনপ্রিয় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Reliance Jio)। দেশ জুড়ে অসংখ্য গ্রাহক রয়েছে এই সংস্থার। মূলত অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় কম খরচে বিভিন্ন প্ল্যান (Recharge Plan) দেওয়ায় জিওর জনপ্রিয়তাও বেশি। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে মাঝে মাঝেই নানান সাশ্রয়ী প্ল্যান লঞ্চ করে থাকে জিও। এই কারণেই আরো বেশি সংখ্যক মানুষ যুক্ত হতে থাকেন জিওর সঙ্গে।

প্রিপেড এবং পোস্টপেড, দু রকমের পরিষেবা প্রদান করে থাকে জিও প্রিপেড এবং পোস্টপেড। প্রিপেড প্ল্যানে আগে রিচার্জ করিয়ে তারপর উপভোগ করা যায় পরিষেবা। পোস্টপেডের ক্ষেত্রেও বেশ কিছু প্ল্যান রয়েছে রয়েছে জিওর। এর মধ্যে যদি সস্তা কোনো প্ল্যান খুঁজে থাকেন তাহলে জিওর পোর্টফোলিওতে বেশ কিছু অপশন পাওয়া যাবে। ২৯৯ টাকায় সবথেকে সস্তা প্ল্যান রয়েছে জিও পোস্টপেডের। কী কী সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মোট ৩০ জিবি ডেটা পাওয়া যাবে ২৯৯ টাকার এই প্ল্যানে। এর মধ্যে আনলিমিটেড ৫জি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং ছাড়াও পাওয়া যাবে দৈনন্দিন ১০০ টি এসএমএস এর সুবিধা। এই প্ল্যানে মোট ৩০ জিবি ডেটা পাওয়া যাবে। সেই পরিমাণ ডেটা শেষ হয়ে গেলে প্রতি জিবি ১০ টাকা হিসেবে ডেটা পাওয়া যাবে।

৫জি ডেটার সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে। তবে তার জন্য ৫জি ফোন এবং এলাকায় ৫জি নেটওয়ার্ক থাকা জরুরি। এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে সংস্থার তরফে JioTV, Jio Cinema এবং Jio Cloud এর পরিষেবাও বিনামূল্যে পাওয়া যায় এই প্ল্যানের সঙ্গে। তবে এই প্ল্যানে Jio Cinema র প্রিমিয়াম অ্যাক্সেস পাওয়া যাবে না। এর জন্য মাসে নূন্যতম ২৯ টাকা দিতে হবে।

About Author