Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দ্রাবিড়ের মেয়াদ শেষ, নতুন কোচ নিয়োগের ব্যাপারে বড় ঘোষণা করলেন জয় শাহ

আগামী ১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে ভারতীয় দলের কোচের ভূমিকায় দেখা যাবে রাহুল দ্রাবিড়কে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাওয়ায়…

Avatar

আগামী ১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে ভারতীয় দলের কোচের ভূমিকায় দেখা যাবে রাহুল দ্রাবিড়কে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শিগগিরই নতুন কোচ পেতে পারে ভারতীয় দল।ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলার পরই দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছিল। ছয় মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ায় বিসিসিআই দ্রাবিড়ের মেয়াদ ছয় মাস বাড়িয়েছে। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিলেন, দ্রাবিড়ের মেয়াদ আর বাড়ানো হবে না।বিসিসিআই সচিব জয় শাহ সংবাদ সংস্থাকে বলেছেন, ‘বিসিসিআই খুব শীঘ্রই নতুন কোচ পদের জন্য একটি বিজ্ঞাপন জারি করবে।’ রাহুল দ্রাবিড়কে এই মুহূর্তে ভারতীয় দলের হেড কোচের ভূমিকায় দেখা যাচ্ছে। ২০২১ সালে ভারতীয় দলের কোচ নিযুক্ত হন রাহুল। জয় শাহ বলেন, ‘রাহুলের মেয়াদ জুন মাসে শেষ হচ্ছে, তবে তিনি চাইলে ফের এই পদের জন্য আবেদন করতে পারেন। তিনি এই কাজটি করার জন্য সম্পূর্ণ স্বাধীন।’ ভারতীয় দলের বিদেশি কোচ নিয়োগ নিয়ে শাহ বলেছেন, ‘এটা নির্ভর করবে সিএসি কোচ পদের জন্য কাকে বেছে নেবেন তার ওপর।’bcci to appoint new coach after rahul dravid২০২১ সালে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। তাঁর সময়কালে ভারতীয় দল দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি ওয়ানডে বিশ্বকাপ এবং টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলেছিল। যার কোনোটিতেই তিনি জিততে পারেননি। এবার ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোচ হিসেবে দেখা যাবে রাহুলকে। দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে এবং এশিয়া কাপ জিতেছে। রাহুলের কোচিংয়ে তিন ফরম্যাটেই এক নম্বরে উঠে এসেছে ভারতীয় দল।
About Author