Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

VIDEO: স্কুল ড্রেসেই মাঝ রাস্তায় উদ্দাম নাচ তরুণীর, দেখতে গিয়ে এই কাণ্ড ঘটালেন দাদু!

সবসময় কিছু না কিছু চলতেই থাকে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এ এক ভিন্ন দুনিয়া। এই ভার্চুয়াল জগতে দু দিনের খ্যাতি পাওয়া সহজ। রাতারাতি এখন 'তারকা'…

Avatar

By

সবসময় কিছু না কিছু চলতেই থাকে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এ এক ভিন্ন দুনিয়া। এই ভার্চুয়াল জগতে দু দিনের খ্যাতি পাওয়া সহজ। রাতারাতি এখন ‘তারকা’ হয়ে ওঠা যায় সোশ্যাল মিডিয়ায়। আর খ্যাতি কে না চায়! বিশেষ করে বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে সোশ্যাল মিডিয়ার ঝোঁক ক্রমেই বেড়ে চলেছে। ভাইরাল হতে উঠেপড়ে লেগেছে সকলেই। আর ভাইরাল হওয়ার বর্তমানে যে ট্রেন্ড চলছে তা হল, প্রকাশ্য রাস্তায় নাচ।

হ্যাঁ শুনতে একটু অবাক লাগলেও ভার্চুয়াল জগতে এটা খুবই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। পথচলতি মানুষের সামনে হঠাৎ করেই মাঝ রাস্তায় কেউ নেচে উঠতেই পারেন ট্রেন্ডিং গানে। কিংবা ভিড় ট্রেন বা বাসে বহু বিস্মিত দৃষ্টিকে উপেক্ষা করে কোমর দুলিয়ে নাচের ভিডিও তো এখন আকছার দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সম্প্রতি এমনই আরেকটি ভিডিও ভাইরাল হল নেট দুনিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

VIDEO: স্কুল ড্রেসেই মাঝ রাস্তায় উদ্দাম নাচ তরুণীর, দেখতে গিয়ে এই কাণ্ড ঘটালেন দাদু!

জায়গাটি বাগুইআটি বাসস্ট্যান্ড। ব্যস্ত সময়ে বাস ধরার তাড়া সকলের মধ্যেই। তার মাঝেই এক তরুণী ‘কলেজ কি লড়কিয়া’ গানে নেচে উঠলেন। তার পরনে স্কুল ইউনিফর্ম। এমন প্রকাশ্য রাস্তায় তরুণীর উদ্দাম নাচ দেখে থমকে যান অনেকেই। যুবতী, মহিলা, বৃদ্ধ সকলেই অবাক হয়ে দেখতে থাকেন ওই তরুণীর কাণ্ডকারখানা। নাচতে নাচতে রাস্তার মাঝেও চলে যান ওই তরুণী। এদিকে ততক্ষণে ছোটখাটো ভিড় জমা হয়ে গিয়েছে। সনম নামের ওই তরুণী নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ভিডিওটি। লিখেছেন, স্কুল থেকে ফেরার পথে ভিডিও বানানোর কথা মনে হতেই এই রিল বানিয়েছেন তিনি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উঁকি দিলেও দেখা যাবে এমন নাচের রিল ভিডিওতে ভর্তি।

ভিডিওটি দেখে হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড় নেট নাগরিকদের। একজন লিখেছেন, ‘পেছনে দাদু নাচ দেখতে গিয়ে ভুল বাসে উঠে পড়ছিল’। আরেকজন লিখেছেন, ‘পড়াশোনা কর বোন’। আরেকজন লিখেছেন, ‘বাগুইআটি বলেই সম্ভব’। কয়েকজন অবশ্য মেয়েটির নাচ এবং তাঁর সাহসের প্রশংসাও করেছেন। তবে ব্যস্ত রাস্তায় সাধারণ মানুষের অসুবিধা করে এমন নাচের ভিডিও বানানো কতটা যুক্তিযুক্ত তা নিয়েও উঠছে প্রশ্ন।

About Author