Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Hariyanvi Video: ডিম্পল চৌধুরীর নাচ দেখে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেন দর্শকরা, বিশ্বাস না হলে ভিডিওটি দেখুন

এখনকার দিনে ভারতের নৃত্যশিল্পীদের একটা আলাদা জনপ্রিয়তা এবং পরিচিতি তৈরি হয়েছে। তারা নাচের মাধ্যমে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে আসেন। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়াটা খুব একটা বড় কাজ…

Avatar

এখনকার দিনে ভারতের নৃত্যশিল্পীদের একটা আলাদা জনপ্রিয়তা এবং পরিচিতি তৈরি হয়েছে। তারা নাচের মাধ্যমে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে আসেন। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়াটা খুব একটা বড় কাজ নয়। সম্প্রতি, সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছে হরিয়ানার আরো এক নৃত্যশিল্পীর নাচ। এখনকার দিনে হরিয়ানার এই নৃত্যের দুনিয়া শুধুমাত্র স্বপ্না চৌধুরীকে ঘিরে আবর্তিত নয়। প্রতিদিন নতুন নতুন শিল্পীরা আসছেন এবং তারা নিজেদের নাচের দক্ষতা প্রদর্শন করছেন সোশ্যাল মিডিয়াতে। সেরকমই হরিয়ানার এক নতুন নৃত্যশিল্পী ডিম্পল চৌধুরীর একটি নতুন এবং দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিওর মধ্যে তার স্টাইল আপনার হৃদয় জয় করবে এবং আপনাকে এক মুহুর্তের জন্যও চোখের পলক ফেলার সুযোগ দেবে না।

ডিম্পল চৌধুরীর এই নতুন নাচের ভিডিও ‘সোনোটেক মাস্তি’ চ্যানেল প্রকাশ করেছে। এতে তিনি আলওয়ারের মালাখেদা গ্রামে রাগনি করছেন। সাদা স্যুটে ডিম্পলের সৌন্দর্য ঝলমল করছে, ও নাচতে নাচতে তিনি একেবারেই ঘামে ভিজে গেছেন। কিন্তু তবুও, নাচের এনার্জি কিন্তু একেবারেই কমেনি। মজার ব্যাপার হল, ডিম্পল যখন মঞ্চে পারফর্ম করছিলেন, তখন মুসকান বেবিকেও নীচে বসে থাকতে দেখা গিয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ভিডিওতে, ডিম্পল বিখ্যাত হরিয়ানভি গান ‘ঠুমকারা লাখ লাখ কা’-এ নাচছেন। এই গানের কথা লিখেছেন হারজিত দিওয়ানা এবং গেয়েছেনও তিনি নিজেই। এই গানের মিউজিক দিয়েছে জিআর মিউজিক। গানটির কথা এমনই যে, তাতে মনে হয় ডিম্পল চৌধুরীকে মাথায় রেখেই গানটি লেখা হয়েছে। তাহলে আর দেরি না করে দেখে নিন এই গানের ভিডিওটি।

About Author