আট ইনিংসে ১৮৬.৭৯ স্ট্রাইক রেটে ১৯৮ রান করেছেন তিনি, যার মধ্যে একটি হাফ সেঞ্চুরিও রয়েছে। এছাড়া ১৩টি উইকেটও নিয়েছেন। এই মুহূর্তে আইপিএল ২০২৪ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলটির খাতায় ১৬ পয়েন্ট এবং তাদের নেট রান রেট +১.৪৫৩। প্লে অফের যোগ্যতা প্রায় নিশ্চিত করে ফেলেছে কেকেআর। গ্রূপ পর্বে এখনও তিনটি ম্যাচ খেলতে হবে। ১১ মে মুম্বইয়ের বিপক্ষে, ১৩ ও ১৯ মে যথাক্রমে গুজরাট ও রাজস্থানের বিপক্ষে খেলবে কলকাতা।Russell making his debut in Bollywood as singer and also featuring in the song 🔥Bro took the tag of Allrounder seriously 👹👊🏻 pic.twitter.com/lS33KkgIbq
— Aditya. (@Hurricanrana_27) May 7, 2024
Video: সুন্দরী অভিনেত্রীর সঙ্গে লুঙ্গি গুটিয়ে নাচলেন আন্দ্রে রাসেল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের হিন্দি গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে ৯ মে মুক্তি পেয়েছে তার একটি গান, যেখানে তাকে টিভি জগতের বিখ্যাত অভিনেত্রী অবিকা গৌরের সঙ্গে…

আরও পড়ুন