Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Recruitment 2024: শুধুমাত্র মাধ্যমিক পাশেই সরকারি চাকরি, জেনে নিন কীভাবে করবেন আবেদন

বেকার সমস্যা ক্রমেই বেড়ে চলেছে দেশে। শিক্ষিত যুবক যুবতীরা চাকরির অভাবে কর্মহীন হয়ে বসে রয়েছেন। অনেকেই হন্যে হয়ে ঘুরছেন একটি সরকারি বা বেসরকারি চাকরির সন্ধানে। উপরন্তু লকডাউনের সময়ে বেকারত্বের সমস্যা…

Avatar

By

বেকার সমস্যা ক্রমেই বেড়ে চলেছে দেশে। শিক্ষিত যুবক যুবতীরা চাকরির অভাবে কর্মহীন হয়ে বসে রয়েছেন। অনেকেই হন্যে হয়ে ঘুরছেন একটি সরকারি বা বেসরকারি চাকরির সন্ধানে। উপরন্তু লকডাউনের সময়ে বেকারত্বের সমস্যা বেড়েছে আরো। একটি বড় সংখ্যায় মানুষ সে সময়ে কাজ হারিয়েছিলেন। দেশের করোনা পরিস্থিতি ঠিক হলেও চাকরির মুখ দেখেননি অনেকেই। তবে এবারে এমন এক খবর এল যা শুনে নিশ্চিত হাসি ফুটবে কর্মহীনদের মুখে।

রাজ্য সরকারের (State Government) অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ পদে শুরু হতে চলেছে নিয়োগ (Recruitment)। সম্প্রতি এ বিষয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্যারা লিগাল ভলান্টিয়ার পদে নিয়োগ করা হবে। পুরুষ এবং মহিলা নির্বিশেষে আবেদন করা যাবে এই চাকরির জন্য। কারা আবেদন করতে পারবেন এই চাকরির জন্য, কীভাবেই বা করা যাবে আবেদন সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে প্যারা লিগাল ভলান্টিয়ার পদে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। তবে এর থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও করা যাবে আবেদন। আবেদনকারীর বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সরকারি নিয়মানুসারে।

কোনো লিখিত পরীক্ষা হবে না এই নিয়োগের ক্ষেত্রে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে আবেদন পদ্ধতি উল্লেখ করা রয়েছে। অনলাইনে নয়, অফলাইনে হবে আবেদন প্রক্রিয়া। অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেটিকে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ১০ ই মে ২০২৪ এর মধ্যেই পাঠাতে হবে আবেদন।

About Author