Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Aadhaar: আধার দফতরে কাজের সুযোগ, জানুন কীভাবে আবেদন করবেন

আধার দফতরে (Aadhaar) কাজের বড় সুযোগ। আধার দফতরে নিয়োগের ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে সম্প্রতি। নিয়োগ করা হবে কনসালট্যান্ট পদে। কারা কারা আবেদন করতে পারবেন এই পদের জন্য? কীভাবেই বা…

Avatar

By

আধার দফতরে (Aadhaar) কাজের বড় সুযোগ। আধার দফতরে নিয়োগের ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে সম্প্রতি। নিয়োগ করা হবে কনসালট্যান্ট পদে। কারা কারা আবেদন করতে পারবেন এই পদের জন্য? কীভাবেই বা করা যাবে আবেদন, সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে?নি

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে এই নিয়োগের ব্যাপারে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। নির্দেশিকা অনুযায়ী, কনসালট্যান্ট পোস্টে একটিই মাত্র শূন্যপদ রয়েছে। তবে এই পদের জন্য নতুন চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন না। শুধুমাত্র অভিজ্ঞরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য থাকতে হবে লেভেল ৫ বেতনে কোনো সরকারি সংস্থায় কাজ করার অভিজ্ঞতা। থাকতে হবে ফিনান্স, বিল পেমেন্ট, অ্যাকাউন্টের মতো কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার জ্ঞান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাজ্যের যে কোনো জেলা থেকেই আধার দফতরে কনসালট্যান্ট পদের জন্য আবেদন করা যেতে পারে। নারী পুরুষ নির্বিশেষে এই পদের জন্য আবেদন করতে পারেন। সর্বোচ্চ ৬৩ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এই পোস্টে। তবে শুধুমাত্র অবসরপ্রাপ্তরাই করতে পারবেন আবেদন। আবেদনকারীদের থেকে ডাকযোগে আবেদন পত্র চাওয়া হয়েছে আধারের আঞ্চলিক দফতরের তরফে। চুক্তির মাধ্যমে হবে নিয়োগ। নির্দেশিকা অনুযায়ী, প্রথমে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীকে। তারপর পারফরম্যান্স অনুযায়ী ৩-৫ বছর পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। তবে প্রার্থীর বয়স ৬৫ হয়ে গেলে আর বাড়ানো হবে না কাজের মেয়াদ।

অনলাইনে এই পদের জন্য আবেদন করা যাবে না। ডাকযোগে করতে হবে আবেদন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র। ২২ মে পর্যন্ত হায়দ্রাবাদের আঞ্চলিক অফিস এই আবেদনপত্র জমা নেবে। নির্বাচিত প্রার্থীর পোস্টিংও হবে হায়দ্রাবাদে আধারের আঞ্চলিক অফিসে। নির্বাচিত প্রার্থীর শেষ পাওয়া বেতন এবং অবসরকালীন পেনশনের উপরে নির্ভর করে দেওয়া হবে পারিশ্রমিক। সঙ্গে আধার দফতরের তরফে পাওয়া যাবে আরো কিছু সুযোগ সুবিধা।

About Author