দেবেন্দ্র ফড়ণবীশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর এখন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার শিবাজী পার্কে শপথ নেওয়ার কথা শিবসেনা প্রধানের। এবার সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন উদ্ভব ঠাকরে। মুখ্যমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অমিত শাহ, লালকৃষ্ণ আদবানী সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে জোটের তরফ থেকে।
এই আমন্ত্রণকে ঘিরেই দেশ জুড়ে শুরু হয়েছে নতুন জল্পনা। রাজনৈতিক মহলের ধারণা শপথ গ্রহণ অনুষ্ঠান থেকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বিজেপি বিরোধী জোটের বার্তা দিতে চান। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী জোট গড়তে বারবার ডাক দিয়েছেন সকল আঞ্চলিক দল গুলিকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআঞ্চলিক দল গুলোকে এক ছাতার তলায় আনতেই উদ্ভব ঠাকরের এই পরিকল্পনা বলে মত রাজনৈতিক মহলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ আসলে বিরোধীশক্তি বৃদ্ধির কৌশল হিসাবেই দেখছে রাজনৈতিক মহল।