অরূপ মাহাত: ২০১৬ সালের ১ জুলাই ভয়ঙ্কর জঙ্গিহানায় কেঁপে উঠেছিল ঢাকা। আইএস জঙ্গিদের আক্রমণে দুই পুলিশ কর্মী দেশ বিদেশের ২২ জনের প্রাণ যায় সেদিন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দু জন। ৩০ জন পুলিশ কর্মী সহ আহত হন অসংখ্য মানুষ। প্রায় দুদিন ধরে ‘অপারেশন থান্ডারবোল্ড’ চালিয়ে শহরকে জঙ্গিমুক্ত করেন বাংলাদেশের কমান্ডো বাহিনী। সেদিনের সেই গুলশন হোলি আর্টিজানে হামলায় ছিল বাংলাদেশের বুকে এযাবৎকালে ঘটে যাওয়া সবচেয়ে বড়ো জঙ্গিহানা।
সেই জঙ্গিহানার পরিকল্পনাকারী মাথা আইএস জঙ্গি রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলমকে পরে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ। একে একে ধরা পড়ে আরও সাত জঙ্গি। এরা হলেন মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাতকাটা সোহেল মাহফুজ, রাকিবুল হাসান রিগান, রাশেদ ইসলাম ওরফে আবু জাররা ওরফে র্যাশ, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ ওরফে রিপন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঢাকার আদালত ধৃত এই জঙ্গিদের ফাঁসির রায় শোনাল আজ। তবে রায় শুনেও তেমন কোন ভাবান্তর দেখা যায়নি নব্য জেএমবি এই আইএস জঙ্গি রাজীব গান্ধীর চোখে-মুখে।