গুমোট গরমে কলকাতায় টেকা দায়। দীর্ঘ এক মাস বৃষ্টিহীন গ্রীষ্ম কাটাচ্ছে মানুষ। তাপপ্রবাহের জন্য স্কুলগুলিতেও পড়ে গিয়েছে গরমের ছুটি। তাই এই সময়টাকে কাজে লাগিয়ে অনেকেই টিকিট বুক করছেন ঘুরতে যাওয়ার। তবে এই অস্বস্তিকর গরমে ট্রেনে স্লিপার কোচে সফর করা যথেষ্ট চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু সকলের পক্ষে সবসময় এসি কোচের টিকিট কাটা সম্ভব হয়ে ওঠে না। তাই সব শ্রেণির যাত্রীদের কথা মাথায় রেখেই এবার এক দারুণ উদ্যোগ নিল ভারতীয় রেল (Indian Railways), যা নিশ্চিত ভাবে হাসি ফোটাবে মধ্যবিত্তের মুখে।
এসি কোচের টিকিট না কাটা গেলেও আর চিন্তার কোনো কারণ নেই। এবার থেকে স্লিপার ক্লাসের টিকিটেই সফর করতে পারবেন এসি কোচে। এর জন্য অতিরিক্ত একটি পয়সাও লাগবে না। কীভাবে তা জানার জন্য প্রতিবেদনটি পুরোটা পড়ুন। যাত্রীদের সুবিধার জন্য নানান উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেল। এর মধ্যেই রয়েছে এই আপগ্রেডেশন ব্যবস্থা। অথচ ভারতীয় রেলের এই বিশেষ সুবিধাটির ব্যাপারে অনেকেই জানেন না। কীভাবে নেবেন এই সুবিধা?
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowস্লিপার কোচের টিকিটেই এসি কোচে সফর করা সম্ভব, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য করতে হবে ছোট্ট একটি কাজ। টিকিট বুক করার সময়ে টিক দিতে হবে ‘অটো আপগ্রেডেশন’ অপশনে। যদি আপার ক্লাসের কোনো সিট বা বার্থ ফাঁকা থাকে তাহলে এই অটো আপগ্রেডেশন করা থাকলে যাত্রীদের টিকিট আপনা থেকেই আপগ্রেড হয়ে যাবে। অর্থাৎ কারোর যদি স্লিপার কোচের টিকিট কাটা থাকে তাহলে আপনা আপনিই আপগ্রেড হয়ে যাবে এসি কোচে। এর জন্য কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না।
বিমানে এই সুবিধা ইতিমধ্যেই উপলব্ধ রয়েছে। ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে আপগ্রেড করা যায় টিকিট। তেমনি ভারতীয় রেলেও রয়েছে এই সুবিধা। যাত্রীদের সুবিধা, স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে ভারতীয় রেলের তরফে।