Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rani Chatterjee Video: কুল স্টাইলে নেচে চক্তদের পাগল করে তুললেন রানী চ্যাটার্জি, ভিডিও দেখলে চোখ বন্ধ হয়ে যাবে

ভোজপুরি দুনিয়ায় যতজন অভিনেত্রী রয়েছেন তার মধ্যে অন্যতম একজন অভিনেত্রী হলেন রানী চ্যাটার্জী। ভোজপুরি দুনিয়ায় তার মতো জনপ্রিয় অভিনেত্রী খুব কম রয়েছেন। একটা দীর্ঘ সময় যাবত ভোজপুরি দুনিয়ার রীতিমতো রানী…

Avatar

ভোজপুরি দুনিয়ায় যতজন অভিনেত্রী রয়েছেন তার মধ্যে অন্যতম একজন অভিনেত্রী হলেন রানী চ্যাটার্জী। ভোজপুরি দুনিয়ায় তার মতো জনপ্রিয় অভিনেত্রী খুব কম রয়েছেন। একটা দীর্ঘ সময় যাবত ভোজপুরি দুনিয়ার রীতিমতো রানী হয়ে ছিলেন এই রানী চ্যাটার্জী। আম্রপালি দুবে, কিংবা মোনালিসা যতদিন জনপ্রিয়তার শিখরে পৌঁছননি, তার আগে থেকেই ভোজপুরি জগতে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে ফেলেছিলেন অভিনেত্রী রানি চ্যাটার্জি। তিনি শুধুমাত্র ভোজপুরী দুনিয়ায় নয়, এখনকার দিনে তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। তিনি ওটিটি দুনিয়াতেও বেশ হিট। তিনি এই মুহূর্তে বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজে কাজ করেছেন যেগুলি বিতর্কিত হলেও মার্কেটে দারুন চলেছে। এর মধ্যেই অন্যতম একটি ওয়েব সিরিজ হলো মস্তরাম।

মস্তরাম ওয়েব সিরিজ চানা জোর গরম এপিসোডে রাজকালী চরিত্রে অভিনয় করে তিনি সকলকে চমকে দিয়েছিলেন। এই চরিত্রের জন্য ওই ওয়েব সিরিজ ব্যাপক হিট হয়েছিল। প্রথম এপিসোডেই, ওই অভিনেত্রীর প্রথম ঝলক দেখে ভক্তরা রীতিমত আশ্চর্য হয়ে উঠেছিলেন। আপনাদের জানিয়ে রাখি রানী চ্যাটার্জী কিন্তু সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত সক্রিয়। তিনি মাঝে মধ্যেই নিজের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে থাকেন। সম্প্রতি তিনি একটি সেক্সি ভিডিও শেয়ার করেছেন যাতে তার সাহসী এবং গ্ল্যামারাস লুক দেখে ভক্তরা পাগল হয়ে গেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি যে রানি চ্যাটার্জি ভোজপুরির অন্যতম বিখ্যাত সুন্দরী। ওটিটি ছাড়াও অনেক ছবিতে কাজ করেছেন রানি চ্যাটার্জি। অভিনেত্রী রানি চ্যাটার্জির ফ্যান ফলোয়িং বেশ প্রবল। লোকে তাকে ভোজপুরি ইন্ডাস্ট্রির রানীও বলেন। সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে তাকে বেশ সাহসী দেখাচ্ছে। অভিনেত্রী সেক্সি সাদা রঙের পোশাক পরে তার স্টাইলে ভক্তদের মোহিত করছেন।

About Author