Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

1.20 লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে Wagon R, Maruti Swift 1.60 লক্ষ টাকায়, এমন সুযোগ হাতছাড়া করবেন না

এই গরমে দু'চাকার গাড়ি নিয়ে রাস্তায় বেরোনো খুবই কষ্টকর হয়ে পড়েছে। কিন্তু যারা গাড়িতে করে যান, তাদের এই এতটা গরম সহ্য করতে হয় না। গরম হোক কিংবা অন্য কোনও কারণ,…

Avatar

এই গরমে দু’চাকার গাড়ি নিয়ে রাস্তায় বেরোনো খুবই কষ্টকর হয়ে পড়েছে। কিন্তু যারা গাড়িতে করে যান, তাদের এই এতটা গরম সহ্য করতে হয় না। গরম হোক কিংবা অন্য কোনও কারণ, মধ্যবিত্ত লোকেরাও এখন নিজের গাড়ি কেনার স্বপ্ন দেখেন। কম দামের মধ্যে হলেও নিজের একটি গাড়ি অনেকেই কিনতে চান।

অন্যদিকে যাদের গাড়ি নেই, তাদের জন্য গ্রীষ্মকাল খুব কঠিন সময়। তাই আপনি যদি একটি বাইকের দামে বাইক কিনতে চান এবং এই গরম থেকে মুক্তি পেতে চান তবে আজ আমরা একটি বিশেষ অফার নিয়ে এসেছি। এই অফারের মধ্যমে আপনি 1.50 লক্ষ টাকার কম দামে মারুতির সুইফট কিনতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে মারুতি সুজুকির সুইফট ভিএক্সআই True Value ওয়েবসাইটে 1.60 লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছে। এটি একটি 2011 সালের মডেল এবং এই গাড়ি এখনও পর্যন্ত মোট 1,42,566 কিলোমিটার পথ অতিক্রম করেছে। আপনাকে এটি কিনতে হলে দিল্লি যেতে হবে। এই গাড়ির ব্যাপারে আরো তথ্য জানার জন্য সরাসরি ওয়েব সাইটে ভিজিট করুন।

second hand maruti wagon r Maruti Swift

মারুতি সুজুকির ওয়াগন আর এলএক্সআই একই ওয়েবসাইটে 1.20 লক্ষ টাকার দাম সহ চালু করা হয়েছে এবং এটি এখনও পর্যন্ত মোট 96,272 কিলোমিটার চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে একটি 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সও পাবেন এবং এর রঙ সাদা। আরও তথ্যের জন্য True Value ওয়েবসাইটে যোগাযোগ করুন।

About Author