Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মধ্যবিত্তের পকেটে টান, ব্যাঙ্কিং পরিষেবায় বাড়ছে খরচ, নতুন কত টাকা বাড়ল চার্জ?

পয়লা মে থেকেই ব্যাঙ্কিং পরিষেবায় (Banking Facility) বাড়তে চলেছে খরচ। সেভিংস অ্যাকাউন্ট পরিষেবার চার্জ বাড়াতে চলেছে কয়েকটি ব্যাঙ্ক। ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি পেমেন্টের উপরেও আরোপিত হতে চলেছে চার্জ। মে মাসের…

Avatar

By

পয়লা মে থেকেই ব্যাঙ্কিং পরিষেবায় (Banking Facility) বাড়তে চলেছে খরচ। সেভিংস অ্যাকাউন্ট পরিষেবার চার্জ বাড়াতে চলেছে কয়েকটি ব্যাঙ্ক। ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি পেমেন্টের উপরেও আরোপিত হতে চলেছে চার্জ। মে মাসের প্রথম থেকেই ব্যাঙ্কের একাধিক ক্ষেত্রে বাড়তে চলেছে খরচ। ১ লা মে থেকেই বদল আসছে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কের পরিষেবায়।

সেভিংস অ্যাকাউন্ট পরিষেবার ক্ষেত্রে চার্জ সংশোধন করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ১ লা মে থেকেই সংশোধিত চার্জ আরোপ করা হচ্ছে। ডেবিট কার্ডে বার্ষিক ২০০ টাকা পর্যন্ত চার্জও সংশোধন করা হচ্ছে। গ্রামে এই বার্ষিক চার্জ হচ্ছে ৯৯ টাকা। IMPS লেনদেনে টাকার অঙ্কের উপরে নির্ভর করে প্রতি লেনদেনে ২.৫ টাকা থেকে ১৫ টাকা চার্জ করবে ব্যাঙ্ক। চেক বইয়ের ক্ষেত্রেও চার্জে এসেছে বদল। এক বছরের জন্য ২৫ টি চেক পেজের জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। তবে তারপর থেকে প্রতিটি চেক পেজের জন্য ৪ টাকা করে চার্জ ধার্য হবে। ডিমান্ড ড্রাফট বা পে অর্ডার বাতিল, নকল কিংবা পুনর্বিবেচনার জন্য ১০০ টাকা করে চার্জ করবে ব্যাঙ্ক। ব্যাঙ্ক সাইন ভেরিফিকেশনের জন্যও প্রতি লেটারে ১০০ টাকা চার্জ হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১ লা মে থেকে ইয়েস ব্যাঙ্কের প্রো ম্যাক্স সেভিংস অ্যাকাউন্টের নূন্যতম গড় ব্যালেন্স ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ চার্জ ১০০০ টাকা করা হয়েছে। অ্যাকাউন্ট প্রো তে নূন্যতম ব্যালেন্স রাখা হয়েছে ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ চার্জ ৭৫০ টাকা করা হয়েছে। প্রো প্লাস, ইয়েস রেসপেক্ট এর মতো অ্যাকাউন্টগুলিতে নূন্যতম গড় ব্যালেন্স ২৫ হাজার টাকা রাখা হয়েছে এবং সর্বোচ্চ চার্জ রাখা হয়েছে ৭৫০ টাকা।

পাশাপাশি মে মাস থেকে বেশ কিছু ক্রেডিট কার্ড কোম্পানি কার্ডে টিউশন ফি, বাড়ি ভাড়ার ক্ষেত্রে রিওয়ার্ডস পয়েন্ট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এমন ধরণের খরচ ক্রেডিট কার্ড থেকে বন্ধ করার পরিকল্পনা করছে ব্যাঙ্ক, এমনটাই জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে।

About Author