Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩১ শে জুলাই সবচেয়ে বড় খুশি পাবেন কেন্দ্রীয় কর্মীরা, DA বাড়ানো নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া যাতে পারে

কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে। যা ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। আপডেট অনুযায়ী ২০২৪ সালের জুলাই থেকে কার্যকর হবে। ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে এটি অনুমোদন পাবে বলে…

Avatar

কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে। যা ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। আপডেট অনুযায়ী ২০২৪ সালের জুলাই থেকে কার্যকর হবে। ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে এটি অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

তবে এর জন্য ২০২৪ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে AICPI সূচকের সংখ্যা থাকা প্রয়োজন। এই সংখ্যাই ঠিক করবে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা কতটা বাড়বে। গণনার শুরু কোথায়? ৫০ শতাংশ হারে শূন্য (০) হয়ে যাওয়া ডিএ বৃদ্ধি কি বাস্তবে বদলে যাবে, নাকি হিসাব ৫০ ছাড়িয়ে যাবে? এই সব প্রশ্ন নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মনে থাকবে। তবে এর উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত। কারণ, ৩১ জুলাই যে সংখ্যা আসছে, তাতেই ঠিক হয়ে যাবে পরবর্তী ডিএ বৃদ্ধি কতটা বাড়বে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শিল্প শ্রমিকদের সিপিআই গণনার জন্য, প্রতি মাসের শেষ কার্যদিবসে AICPI নম্বর প্রকাশ করা হবে। এর জন্য ইভেন্ট ক্যালেন্ডার ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী ২৯ ফেব্রুয়ারি জানুয়ারির সিপিআই নম্বর প্রকাশ করা হয়। ফেব্রুয়ারির সিপিআই নম্বর ২৮ মার্চ প্রকাশ করার কথা ছিল। কিন্তু তাতে দেরি হচ্ছে। এখন পরবর্তী সিপিআই অর্থাৎ মার্চের সংখ্যা ৩০ এপ্রিল প্রকাশ করা হবে। এরপর ৩১ মে এপ্রিল সংখ্যা প্রকাশ করা হবে। এরপর মে সংখ্যা আসবে ২৮ জুন এবং জুন সংখ্যা প্রকাশ পাবে ৩১ জুলাই। এই সংখ্যাটি আগামী ছয় মাসের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেবে।

7th Pay Commission DA Hike

যদি জুলাই থেকে মহার্ঘ ভাতার গণনা শুরু হয়, তাহলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বাড়বে ৯ হাজার টাকা। এই বর্ধিত হিসাব করা হবে সর্বনিম্ন বেতন দিয়ে। কোনও কেন্দ্রীয় কর্মীর মূল বেতন ১৮ হাজার টাকা হলে তার বেতন বেড়ে হবে ২৭ হাজার টাকা। যদি কোনও কর্মীর বেতন ২৫ হাজার টাকা হয়, তবে তাঁর বেতন ১২ হাজার ৫০০ টাকা বাড়বে। কারণ, মহার্ঘ ভাতা নতুন হলে তা মূল বেতনের সঙ্গে একীভূত হয়ে যাবে। শেষবার ২০১৬ সালের ১ জানুয়ারি ডিএ শূন্যে নামিয়ে আনা হয়েছিল। সেই সময় সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হয়।

About Author