Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Hero Electric Splendor: মাত্র 70 হাজারে Hero Splendor, মাত্র ৭ সেকেন্ডে ৪০ কিমি গতিতে ছুটবে

আজকাল বাজারে ইলেকট্রিক টু-হুইলারগুলির আধিপত্য বাড়ছে। দু'চাকার সংস্থাগুলো ইলেকট্রিক মডেল বাজারে আনছে। দেশের এক নম্বর টু-হুইলার সংস্থা হিরো তাদের বৈদ্যুতিক মডেল নিয়ে পরীক্ষা চালাচ্ছে। শিগগিরই এটি বাজারে আনা হবে। হিরো…

Avatar

আজকাল বাজারে ইলেকট্রিক টু-হুইলারগুলির আধিপত্য বাড়ছে। দু’চাকার সংস্থাগুলো ইলেকট্রিক মডেল বাজারে আনছে। দেশের এক নম্বর টু-হুইলার সংস্থা হিরো তাদের বৈদ্যুতিক মডেল নিয়ে পরীক্ষা চালাচ্ছে। শিগগিরই এটি বাজারে আনা হবে। হিরো স্প্লেন্ডারের বৈদ্যুতিক অবতার অনেক দিক থেকেই বর্তমান মডেলের থেকে আলাদা হবে। এর মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে একটি বৈদ্যুতিক মোটর। এই মোটর মাত্র ৭ সেকেন্ডে বাইকটিকে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছোটাতে পারবে।

এই বাইকটি ৩ হাজার ওয়াট পাওয়ার সহ একটি BLDC মোটর সহ বাজারে আসতে পারে। বাইকটিতে ৩.৬ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি থাকতে পারে। সম্ভবত এই ব্যাটারি একবার চার্জে বাইকটিকে ২৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হবে। বাইকটিতে টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডল্যাম্প, এলইডি টেল ল্যাম্প এবং ডিস্ক ব্রেকের মতো ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে বাইকটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Hero Splendor Electric

এই মুহুর্তে এর দাম প্রকাশ করা হয়নি। তবে এই ইলেকট্রিক বাইকের দাম ১.৫০ লক্ষ টাকা থেকে ১.৬০ লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। পরীক্ষার সময় রাস্তায় যে নকশা দেখা গিয়েছে সেটা অনুযায়ী অনুমান করা হচ্ছে এটি একটি প্রোটোটাইপ মডেল হতে পারে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বাইকটির সিট কভারেও স্প্লেন্ডার লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, এই প্রোটোটাইপ প্রস্তুত করেছে GoGoA1। এটি বৈদ্যুতিক রূপান্তর কিট বিকাশকারী একটি শীর্ষস্থানীয় সংস্থা।

About Author