তড়িৎ ঘোষ : গোলাপি বলের টেস্টে বিপক্ষ দল বাংলাদেশের সবকটি উইকেট দখল করেন ভারতের পেস বোলাররা। ভারতের মাটিতে প্রথমবারের জন্য ঘটলো এরকম ঘটনা যেখানে ভারতীয় স্পিনাররা একটিমাত্র উইকেটও দখল করতে পারলো না। আগের বছর দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গে বিপক্ষের সবকটি উইকেট দখল করে ভারতের পেসাররা কিন্তু ভারতের মাটিতে এরকম ঘটনা এই প্রথমবার।
ভারত যেখানে এতদিন স্পিনারদের আধিপত্য ছিল অত্যধিক সেখানে একটি ম্যাচে একটা মাত্র উইকেট পেলনা স্পিনাররা। তাহলে গোলাপি বলের টেস্ট কি স্পিনারদের গুরুত্বহীন করে দেবে? প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। কিংবদন্তি স্পিনার এরাপল্লী প্রসন্ন বলেন “গোলাপি বলের টেস্ট যদি ভবিষ্যৎ হয় তাহলে স্পিন নামক একটি শিল্প টেস্ট ক্রিকেট থেকে হারিয়ে যাবে”।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইডেনে গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে এক ওভার বল করার সুযোগ পান রবীন্দ্র জাদেজা। তিনি তবুও ৬ টি বল করার সুযোগ পেয়েছেন কিন্তু রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে ছিলেন শুধুমাত্র একজন ভারতীয় ক্ষেত্ররক্ষক। দ্বিতীয় ইনিংসে ৪১.১ ওভারের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন ছ’ওভার এবং রবীন্দ্র জাদেজা মাত্র এক ওভার বল করার সুযোগ পান। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিদেশের মাটিতে এমনিতেই স্পিনাররা সুযোগ পাননা তাহলে এবার কি ভারতের মাটিতেও গুরুত্বহীন হয়ে পড়ছে স্পিনাররা?