২০২০-র শুরুতেই শ্যুটিং ফ্লোরে নামবে টিম ‘বব বিশ্বাস’। ছবি রিলিজ ও করবে আগামী বছরেই। ছবির অ্যানাউন্সমেন্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন বলি সেলেবরা।
need your blessings and good wishes… and a minute of your time ? #BobBiswas https://t.co/wK3szwj5bD
— sujoy ghosh (@sujoy_g) November 25, 2019
প্রসঙ্গত, ২০১২-তে সুজয় ঘোষের পরিচালনায়, “কাহানি” ছবিতে দর্শকদের আলাপ হয়েছিল সিরিয়াল কিলার বব বিশ্বাসের সঙ্গে।Congratulations @juniorbachchan @iamsrk @sujoy_g – all my favourite people in one film- thrill for little Diya Ghosh who directs her first film. #BobBiswas https://t.co/hiQLl9d6cM
— Riteish Deshmukh (@Riteishd) November 25, 2019
