Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুপ্রীম কোর্টে পিছিয়ে রাজীব কুমার মামলা, শুক্রবার হবে শুনানি

সারদা মামলায় অভিযুক্ত প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের মামলার শুনানি পিছিয়ে গেলো। সুপ্রীম কোর্টে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের এজলাসে আজ রায় দেওয়ার কথা ছিল এই মামলার। কিন্তু…

Avatar

সারদা মামলায় অভিযুক্ত প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের মামলার শুনানি পিছিয়ে গেলো। সুপ্রীম কোর্টে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের এজলাসে আজ রায় দেওয়ার কথা ছিল এই মামলার। কিন্তু সেই রায়দান পিছিয়ে আগামী ২৯ নভেম্বর অর্থাৎ শুক্রবার করা হলো।

সিবিআই এর তরফে জানানো হয়েছে সলিসিটর জেনারেল অন্য মামলা নিয়ে ব্যস্ত থাকায় এই মামলাটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেইমতো আজ সিবিআই সুপ্রীম কোর্টে মামলা পিছোনোর আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত অক্টোবর মাসে কলকাতা হাইকোর্ট সারদা মামলায় জড়িত রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করেন। ৫০০০০ টাকার দুটি ব্যক্তিগত বন্ডে মঞ্জুর করা হয় তার জামিন। সিবিআই এর অভিযোগ ছিল প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার তদন্তে সাহায্য করছেন না। তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তিনি বারবার তা এড়িয়ে যাচ্ছেন।

এরুপ অবস্থায় কলকাতা হাইকোর্ট রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করেন, এমনকি তাকে গ্রেপ্তার করতে গেলে ৪৮ ঘন্টা আগে থেকে নোটিশ দিতে হবে বলেও জানানো হয় হাইকোর্টের তরফ থেকে। এরপরই সিবিআই এই হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রীম কোর্টে আবেদন করে। আজ সেই মামলারই শুনানি ছিল। যার শুনানি আপাতত ২৯ নভেম্বর হবে।

About Author