Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পৃথিবীর এমন কোন শক্তি নেই যে রামমন্দির তৈরী আটকে দেবে : রাজনাথ

অরূপ মাহাত: ভোট বৈতরণী পার রামই ভরসা শাসকের, তাই বারবার ঘুরে ফিরে আসছে সেই রামের প্রসঙ্গ। কয়েকদিন আগে ভোটের প্রচারে ঝাড়খণ্ডে এসে রামমন্দিরের প্রসঙ্গ তুলেছিলেন অমিত শাহ। সুপ্রিমকোর্টের রায়ের প্রসঙ্গ…

Avatar

অরূপ মাহাত: ভোট বৈতরণী পার রামই ভরসা শাসকের, তাই বারবার ঘুরে ফিরে আসছে সেই রামের প্রসঙ্গ। কয়েকদিন আগে ভোটের প্রচারে ঝাড়খণ্ডে এসে রামমন্দিরের প্রসঙ্গ তুলেছিলেন অমিত শাহ। সুপ্রিমকোর্টের রায়ের প্রসঙ্গ তুলে সেদিন কংগ্রেসকে আক্রমন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।রবিবার আবারও রামমন্দির তৈরী নিয়ে হুঙ্কার শোনা গেল প্রতিরক্ষামন্ত্রীর গলায়। এদিন তিনি কার্যত হুঁশিয়ারির সুরে এদিন তিনি বলেন, ‘পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে রামমন্দির তৈরী আটকে দেবে।’ঝাড়খণ্ডের পালামৌতে এক নির্বাচনী সভায় রবিবার বক্তব্য রাখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই সভা থেকেই রামমন্দির প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করেন তিনি। রামমন্দির নিয়ে নিজেদের বরাবরের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা অযোধ্যায় সর্বোচ্চ রামমন্দির গড়তে বদ্ধপরিকর।’সুপ্রিমকোর্টের রায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘এই রায়ের ফলে রামমন্দির তৈরিতে গতি আসবে।’ এর পরেই রামমন্দির গড়তে বিরোধীদের হুঁশিয়ারি দিন তিনি। অবশ্য প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। তাদের বক্তব্য, সারা বছর জুড়ে এত বিকাশ ঘটিয়েছে বিজেপি সরকার যে ভোটে রাম ছাড়া কোন ইস্যু নেই ওদের।
About Author