Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্রোত হারানো ইছামতির পুনরুজ্জীবিত করার প্রয়াস এলাকাবাসীর

মলয় দে, নদীয়া : বাংলাদেশের কুষ্টিয়া মুন্সীগঞ্জে পদ্মা থেকে মাথাভাঙ্গা সৃষ্টি, উৎসমুখ ইছামতি। একদা কালো জল ,জোয়ার-ভাটা, মাছ ধরা, সাঁতার সবটাই হয়ে গেছিল ইতিহাস। কোথাও নদীবক্ষে ধান চাষ কোথাও পলি…

Avatar

মলয় দে, নদীয়া : বাংলাদেশের কুষ্টিয়া মুন্সীগঞ্জে পদ্মা থেকে মাথাভাঙ্গা সৃষ্টি, উৎসমুখ ইছামতি। একদা কালো জল ,জোয়ার-ভাটা, মাছ ধরা, সাঁতার সবটাই হয়ে গেছিল ইতিহাস। কোথাও নদীবক্ষে ধান চাষ কোথাও পলি চর পড়ে রাস্তা, কোথাও বা কচুরিপানা জমে জলস্তর অদৃশ্য।

বিভিন্ন স্বেচ্ছাসেবী, সমাজকর্মীদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে স্রোত হারানো ইছামতির গতি পুরোটা না পারলেও মতি নদিয়ায় কিছুটা পরিবর্তন করে পুনরুজ্জীবিত করে তোলার প্রয়াস খানিকটা সার্থক হলো আজ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নদীয়ার দত্তপুলিয়া সংলগ্ন এলাকায় প্রায় ১২ কিলোমিটার নদী বিগত দু মাস ধরে শ্রীমা মহিলা সমিতির উদ্যোগে এবং ভারত পেট্রোলিয়াম এর সহযোগিতায় ওই নদীতে সংস্কার সম্ভব হলো। বহু পূর্বে প্রচলিত সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী সমীর কুমার পোদ্দার।

মহিলা এবং পুরুষ বিভাগে মোট ৩২ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিধায়ক জানান আগামীতে সাঁতার প্রশিক্ষণ এর একটি ব্যবস্থা করার জন্য তিনি সচেষ্ট থাকবেন।

About Author