আজকের দিনে সোশ্যাল মিডিয়া সবার জন্যই একটা দারুন প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এই প্ল্যাটফর্মে আপনারা এমন এমন কিছু জিনিস দেখতে পান, যেগুলো কিন্তু আপনি অন্যান্য জায়গায় সহজে পাবেন না। আপনি সহজেই বিভিন্ন ভিডিও দেখতে পান একেবারে বিনামূল্যে। তার সাথেই ভাইরাল হয় বিভিন্ন ধরনের নাচের ও গানের ভিডিও। আজকেও আমরা এরকম একটি নাচের ভিডিওর ব্যাপারে আপনাদের জানাতে চলেছি। এই ভিডিওতে এক যুবতী একটি হিন্দি গানের উপরে দুরন্ত নাচ করছে।
জাহ্নবী কাপুরের রুহি ছবির গানের তালে মনীষা সাতীর অসাধারণ নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কালো ব্রা ও বেগুনী রঙের স্কার্ট পরে খোলা চুলে, মেকআপ ছাড়া মনীষার এই নাচ মুগ্ধ করে ফেলেছে নেটিজেনদের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইনস্টাগ্রামে একজন ফটোগ্রাফার হিসেবে পরিচিত মনীষা নিয়মিত তার রিল ভিডিওতে নাচ করে থাকেন। তবে ‘রুহি’ গানের তালে তার এই নাচ ভিডিওটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। অল্প সময়ের মধ্যেই এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবং হাজার হাজার লাইক ও কমেন্ট এসেছে। অনেকেই মনীষার নাচের প্রশংসা করেছেন।
এই ভিডিওটি মনীষাকে রাতারাতি তারকা করে তুলেছে। অনেকেই এখন তার নতুন নতুন ভিডিওর অপেক্ষায় রয়েছেন। সোশ্যাল মিডিয়া আজকের দিনে প্রতিভাবান মানুষদের কাছে স্বপ্নের দরজা খুলে দিয়েছে। মনীষা সাতী তার উদাহরণ।
View this post on Instagram