Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিজেপি বিরোধী জোটই গড়বে সরকার, যৌথ সাংবাদিক সম্মেলনে ঠাকরে-পাওয়ার

অরূপ মাহাত: মহারাষ্ট্রে নাটক অব্যাহত। সকালে দেবেন্দ্র ফড়নবিশ শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে। এনসিপির সমর্থনে সরকার গড়ছে বিজেপি এমনটাই দাবি গেরুয়া শিবিরের। বেলা গড়াতেই বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ এনে যৌথ…

Avatar

অরূপ মাহাত: মহারাষ্ট্রে নাটক অব্যাহত। সকালে দেবেন্দ্র ফড়নবিশ শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে। এনসিপির সমর্থনে সরকার গড়ছে বিজেপি এমনটাই দাবি গেরুয়া শিবিরের। বেলা গড়াতেই বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ এনে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন উদ্ভব ঠাকরে ও শরদ পাওয়ার। উদ্ভব ঠাকরেকে পাশে বসিয়ে এনসিপি সুপ্রিমো বিশ্বাসঘাতকতার অভিযোগ আনলেন অজিত পাওয়ারের বিরুদ্ধে।

বললেন, ‘এনসিপি কর্মীরা অজিতে সাথে নেই। কোন বিধায়ক যাচ্ছে না বিজেপির দিকে।’ অজিত দলের বিধায়কদের ঠকিয়েছে বলেও দাবি করেন তিনি। দল খুব শীঘ্রই অজিতের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে উল্লেখ করে তিনি জানান, ‘বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত অজিতের ব্যক্তিগত বিষয়। এনসিপি এই সিদ্ধান্তকে সমর্থন করে না। অজিতের ব্যাপারে খুব শীঘ্রই সর্বসম্মতিক্রমে ব্যবস্থা নেবে দল।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিজেপির বিরুদ্ধে সরব হন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরেও। তিনি বলেন, ‘সারা দেশে বিজেপি এরকম নোংরা খেলা খেলছে। তবে এক্ষেত্রে জয়ী হবে না। সরকার আমরাই গড়বো।’ বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই বলে একযোগে দাবি করেন শরদ পাওয়ার ও উদ্ভব ঠাকরে।

About Author