ভারতের সবথেকে বড় টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েল এনফিল্ড সম্প্রতি একটি নতুন বাইক লঞ্চ করে দিয়েছে। এই কোম্পানিটি সাধারণত স্পোর্টস বাইক লঞ্চ করে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কারণে অনেকেই চাইলেও কিন্তু এই বাইক কিনতে পারেন না। তবে এবারে মধ্যবিত্তদের জন্য রয়েল এনফিল্ড নিয়ে এসেছে একটি নতুন বাইক যেটা মাত্র ৩০ হাজার টাকা দিয়ে আপনারা বুকিং করতে পারবেন। এই নতুন বাইকের দাম রাখা হয়েছে একেবারে মধ্যবিত্তের বাজেটের মধ্যে। এই বাইকের নাম রয়েল এনফিল্ড হান্টার ৩৫০।
এই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু অত্যাধুনিক ফিচার। আপনি যদি বুলেট বাইক কিনতে চান তাহলে আপনার জন্য এটাই সবথেকে ভালো সুযোগ। এই বাইকে আপনারা ৩৪৯ সিসি এয়ার কুল ইঞ্জিন পেয়ে যাবেন। এই বাইকের ইঞ্জিনটি ৬,১০০ আরপিএম গতিতে ২০.২ bhp শক্তি উৎপন্ন করতে পারে। এই বাইকে ফাইভ স্পিড গিয়ার বক্স রয়েছে। এছাড়াও এই বাইকটি আপনাকে ৩৬ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে। এই বাইকে আপনারা সর্বোচ্চ গতিবেগ পেয়ে যাবেন ১১৪ কিলোমিটারের। ১৩ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এই বাইকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই বাইকে সমস্ত ধরনের কানেক্টিভ ফিচার আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল টেকোমিটার, ফুয়েল গেজ, রিয়ার ইন্ডিকেটর, স্ট্যান্ড অ্যালার্ম এবং আরো অনেক কিছু। এই বাইকে আপনারা তিনটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। শোরুম মূল্য ১৭৪,১৭২ টাকা থেকে শুরু হচ্ছে। এই বাইকের সর্বাধিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকার মধ্যে। আপনি তিন বছরের ফিনান্স প্ল্যান গ্রহণ করে এই বাইক কিনতে পারেন।