Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কৌটোর মধ্যে ভ্রুন পাওয়া গেল হাবড়াতে, মনুষ্যত্ব হারাতে বসেছে মানুষ

শ্রেয়া চ্যাটার্জি : উত্তর ২৪ পরগনার হাবড়া তে বটতলা এলাকাতে বস্তাবন্দী কতগুলি কৌটোর মধ্যে ভ্রুণ উদ্ধার হল। এই ঘটনাটিতে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভর দুপুর বেলা কয়েকজন যুবক পুকুর…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : উত্তর ২৪ পরগনার হাবড়া তে বটতলা এলাকাতে বস্তাবন্দী কতগুলি কৌটোর মধ্যে ভ্রুণ উদ্ধার হল। এই ঘটনাটিতে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভর দুপুর বেলা কয়েকজন যুবক পুকুর পাড়ে বসে মাছ ধরছিলেন। হঠাৎ তাদের চোখে একটি বস্তা পড়ে। সেই বস্তাকে ঘিরে তাদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। বস্তার মুখ খুলতে না খুলতেই ভেতর থেকে বেরিয়ে পড়ে ২৪ টি কৌট। কৌট গুলি কিন্তু ফাঁকা নয়, ফাঁকা হলে বোধ হয় সেটা নিয়ে খবর হতোনা, কৌট গুলিতে ভর্তি ছিল ভ্রুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ আসে এবং পুলিশ এসে ওই কৌটো গুলিকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তারা অনুমান করেন যে কোন নার্সিংহোম অবৈধভাবে গর্ভপাত করানোর ফলে ওই গুলিকে বস্তাবন্দি করে রাস্তায় ফেলে দিয়েছে। কৌট এর উপরে প্রত্যেকের আলাদা আলাদা নামকরণ করা আছে।

মানুষের মনুষ্যত্ব আজ সত্যি হারাতে বসেছে। এই ঘটনাগুলিকে বোধহয় পাশবিক বলাটা অনেক কম বলা হবে, কারণ পশুরও মায়া-মমতা থাকে, কিন্তু মানুষের আর সেসব নেই, তা এই সব ঘটনাগুলোই প্রমাণ করে।

About Author